শাহী আওয়াধী চিকেন কোরমা(shahi Awadhi chicken korma recipe in bengali)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

#ChooseToCook
রান্না করতে আমার খুব খুব ভালো লাগে। রান্না হলো আমার মন খারাপের সঙ্গী। এই রেসিপি টি একান্তই আমার নিজের। ভালো লাগলে ট্রাই করবেন। প্রসঙ্গত বলে রাখি এই পুরো রান্নাটিই ঢিমে আঁচে করতে হবে। আর হ্যাঁ এই রান্নাটি আপনারা পাঁঠার মাংস দিয়েও করতে পারেন। খেতে হবে অনবদ্য।

শাহী আওয়াধী চিকেন কোরমা(shahi Awadhi chicken korma recipe in bengali)

#ChooseToCook
রান্না করতে আমার খুব খুব ভালো লাগে। রান্না হলো আমার মন খারাপের সঙ্গী। এই রেসিপি টি একান্তই আমার নিজের। ভালো লাগলে ট্রাই করবেন। প্রসঙ্গত বলে রাখি এই পুরো রান্নাটিই ঢিমে আঁচে করতে হবে। আর হ্যাঁ এই রান্নাটি আপনারা পাঁঠার মাংস দিয়েও করতে পারেন। খেতে হবে অনবদ্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনি
৬ জনের জন্য
  1. ৭৫০ গ্রাম মুরগীর মাংস
  2. ৩ টেবিল চামচ জল ঝরানো টক দই
  3. ২ টি মাঝারি পেঁয়াজ বাটা
  4. ১.৫ টেবিল চামচ রসুন বাটা
  5. ১.৫ টেবিল চামচ আদা বাটা
  6. ৩/৪ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  7. ২-৩ টি ছোট এলাচ
  8. ২-৩ টি লবঙ্গ
  9. ২-৩ ইঞ্চি দারচিনি
  10. ৯-১০ টি গোটা কালো মরিচ
  11. ২-৩ টি তেজপাতা
  12. ১/৩ চা চামচ সাজিরা
  13. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ৩/৪ চা চামচ শুকনো লঙ্কা বাটা
  15. ১.৫ চা চামচ ধনে গুঁড়ো
  16. ২-৩ টি গোটা কাঁচালঙ্কা
  17. ১.৫ চা চামচ চিনি
  18. ৪ টি মাঝারি মাপের ভাজা পিঁয়াজ বাটা
  19. ২-৩ টি গোটা শুকনো লঙ্কা
  20. ৯-১০ টি ভাজা কাজু বাটা
  21. ১.৫ চা চামচ চারমগজ বাটা
  22. ১.৫ চা চামচ পোস্ত বাটা
  23. ১/৩ চা চামচ সাজিরা গুঁড়ো
  24. ১/৩ চা চামচ সামরিচ গুঁড়ো
  25. ১/৩ চা চামচ জায়ফল গুঁড়ো
  26. ১/৩ চা চামচ জয়িত্রী গুঁড়ো
  27. ১/৩ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  28. ১.৫ চা চামচ কেওড়া জল
  29. ১.৫ চা চামচ গোলাপ জল
  30. ৬ চা চামচ সাদা তেল (পিঁয়াজ ও কাজু ভাজার জন্য)
  31. ৩ চা চামচ ঘি
  32. স্বাদ মতনুন
  33. প্রয়োজন মতগরম জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনি
  1. 1

    মুরগীর মাংস টা কে টক দই, পিঁয়াজ বাটা, আধ টেবিল চামচ রসুন বাটা, আধ টেবিল চামচ আদা বাটা ও কাশ্মীরী লঙ্কার গুঁড়ো দিয়ে ৪ থেকে ৫ ঘন্টা জারিয়ে নিন।

  2. 2

    তারপর কড়াইতে ঘি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোটা কালো মরিচ, সাজিরা ফোড়ন দিয়ে তাতে বাকি রসুন বাটা, বাকি আদা বাটা, জারানো মাংস, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, নুন, চিনি, ভাজা পিঁয়াজ বাটা, গোটা শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে তেল ছাড়া ছাড়া হলে তাতে ভাজা কাজু বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা দিয়ে কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন।

  3. 3

    মাংস সিদ্ধ হলে তাতে সাজিরা গুঁড়ো, সামরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে নামিয়ে নিন।

  4. 4

    গরম গরম ভাত, রুটি, পোলাও কিংবা পরোটার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

Similar Recipes