ভ্যানিলা কাপ কেক(vanilla cup cake recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#goldenapron3
ভীষণই স্বাদযুক্ত এই কেক বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যায় খেলে আসার পর দিলে খুব আনন্দের সঙ্গে খাবে; আর বড়রা চায়ের সঙ্গে.....😊😋খেলেই ফিদা এমন কেকের❤️

ভ্যানিলা কাপ কেক(vanilla cup cake recipe in Bengali)

#goldenapron3
ভীষণই স্বাদযুক্ত এই কেক বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যায় খেলে আসার পর দিলে খুব আনন্দের সঙ্গে খাবে; আর বড়রা চায়ের সঙ্গে.....😊😋খেলেই ফিদা এমন কেকের❤️

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪-৬জন
  1. ১কফি মাগ(বড়)ময়দা
  2. ১.৭৫ কাপ চিনি(ঐ কাপের পৌনে এক কাপ)র গুঁড়ো(৩/৪কাপ)
  3. ১চিমটে নুন
  4. ২টেবিলচামচ আমুল গুঁড়ো পাউডার
  5. ১চা চামচ করে বেকিং(সোডা+পাউডার)
  6. ১হাতা দুধ
  7. ৩টে ডিম
  8. ১/২কাপ সাদা তেল (ঐ একই কাপের মাপে হবে)+তেল ব্রাশ করার তেল
  9. ১চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. বিঃ-দ্রঃ:-সব উপাদান গুলোই নর্মাল টেম্পারেচারের হবে।ফ্রিজ থেকে নয়

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    একটা চালুনিতে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা, আমূল পাউডার একসঙ্গে চেলে নিতে হবে।

  2. 2

    চিনি গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে।

  3. 3

    অন্য একটা পাত্রে হাফ কাপ তেলের মধ্যে চিনি গুঁড়ো পুরোটা দিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে।আমি হ্যান্ড বিটার দিয়ে এই কাজ করেছি।তিনটে ডিম ভেঙে দিতে হবে এক এক করে।আবারও বিট করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    রঙ সামান্য চেঞ্জ হয়ে গেলে দিতে হবে এক চিমটে নুন।আবারও ফেটিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে।খুব ফোমের দরকার নেই, তবে এই ব্যাটার যখন হালকা ও প্রায় সাদা-ক্রিম কালারের হয়ে আসবে তখন দিতে হবে এক হাতা ঠান্ডা দুধ।

  5. 5

    খুব সাবধানে মিশিয়ে নিয়ে চেলে রাখা ময়দা ধীরে ধীরে এর সাথে মিশিয়ে দিতে হবে তিন-চারবারে।ভ্যানিলা এসেন্সও দিতে হবে এই সময়।

  6. 6

    সব কিছু মেশানোর পর এই ঘন কেকের ব্যাটার হাতায় করে তুলে দিতে হবে তেল ব্রাশ করা কাগজের কাপের মধ্যে।পৌনে এক কাপ অংশ ভরতি করতে হবে প্রতিটি কাপের।উপর দিয়ে ইচ্ছেমতো টপিং দেওয়া যেতে পারে।

  7. 7

    আমি কিছুটা কাপ কেক ও কিছুটা দিয়ে ভ্যানিলা কেক বানিয়েছি।

  8. 8

    এবারে ১৮০°তে প্রি-হিট করে নিয়ে মাইক্রোওভেনকে,লো র্যাকে বসিয়ে দিতে হবে কেকগুলো ৩৫ মিনিটের জন্য।

  9. 9

    হয়ে গেলে ট্রে ধরে খুব সাবধানে বার করে নিয়ে এসে ঠান্ডা হয়ে গেলে চারিধার ছুরি দিয়ে কেটে ডিমোল্ড করে নিতে হবে একটা প্লেটে।

  10. 10

    এরপর পরিবেশন.... সে ঠান্ডা বা গরম যেরকম খেতে চায় সেইমতো....👍👍বড় কেক হলে কেটে কেটে সার্ভ করতে হবে😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes