বাঁধাকপি চিংড়ির মিনি রোল (Bandhakopi chingrir mini roll recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076


#FF3
আজ স্ন্যাক্স রেসিপি হিসাবে আমি বাঁধাকপি চিংড়ির মিনি রোল তৈরী করেছি ।দীপাবলিতে স্ট্রীট ফুড না খেয়ে ঘরে তৈরী এই রেসিপি স্বাস্থ্য এবং স্বাদবদল দুটোই রক্ষা করবে | বাঁধাকপির খাদ্য গুন আমরা সবাই জানি ,তার সাথে এতে গাজর, ক্যাপ্সিকাম, আলু সেদ্ধ, পেঁয়াজ, লংকা, ধনেপাতা চিংড়ি, টমেটো পড়ে খাদ্য গুন আরো বাড়িয়ে দিচ্ছে | এটি খেতে যেমন মুখরোচক, দেখতে ওলোভনীয়|তাই দেরী না করে প্রিয়জনদের হাসিমুখ দেখতে আজই বানিয়ে ফেলুন এই রেসিপি |

বাঁধাকপি চিংড়ির মিনি রোল (Bandhakopi chingrir mini roll recipe in Bengali)


#FF3
আজ স্ন্যাক্স রেসিপি হিসাবে আমি বাঁধাকপি চিংড়ির মিনি রোল তৈরী করেছি ।দীপাবলিতে স্ট্রীট ফুড না খেয়ে ঘরে তৈরী এই রেসিপি স্বাস্থ্য এবং স্বাদবদল দুটোই রক্ষা করবে | বাঁধাকপির খাদ্য গুন আমরা সবাই জানি ,তার সাথে এতে গাজর, ক্যাপ্সিকাম, আলু সেদ্ধ, পেঁয়াজ, লংকা, ধনেপাতা চিংড়ি, টমেটো পড়ে খাদ্য গুন আরো বাড়িয়ে দিচ্ছে | এটি খেতে যেমন মুখরোচক, দেখতে ওলোভনীয়|তাই দেরী না করে প্রিয়জনদের হাসিমুখ দেখতে আজই বানিয়ে ফেলুন এই রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ টি ছোট বাঁধাকপি
  2. ১ কাপ চিংড়ি মাছ (মাথা বাদে)
  3. ২টি সেদ্ধ আলু
  4. ২টি পেঁয়াজ কুচি
  5. ২টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১ চা চামচ রসুন কুচি
  7. ১ চা চামচ আদা কুচি
  8. পরিমান মত সর্ষের তেল
  9. স্বাদ মতলঙ্কা গুঁড়ো
  10. ৪চা চামচ ধনে পাতা কুচি
  11. ১ চা চামচ চাট মশলা
  12. ১চা চামচ সাদা তেল
  13. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  14. ১টিএলাচ
  15. ১টি লবঙ্গ
  16. ১টুকরো দারচিনি
  17. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  18. পরিমাণ মত সর্ষের তেল
  19. ১চিমটি গরম মশলা
  20. ১ চিমটি গোটা জিরা
  21. ১ কাপ বেসন
  22. ১/২ কাপ কর্নফ্লাওয়ার
  23. পরিমাণ মতজল
  24. ১ চিমটি খাবার সোডা
  25. ১ চিমটি কালোজিরা
  26. ১ চিমটি জোয়ান
  27. স্বাদ মতনুন
  28. ১/৩ চা চামচহলুদ গুঁড়ো
  29. ১ চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো
  30. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। বাঁধা কপির গোটা পাতা কয়েকটা গরমজলে নুন ফেলে ১ মিনিট ভাপিয়ে (ব্লাঞ্চ করে) রাখতে হবে |

  2. 2

    এরপর বাকি বাঁধাকপি, গাজর কুচি করে কেটেভাপিয়ে রাখতে হবে, আলু প্রেসারে সেদ্ধ করে রাখতে হবে ৷

  3. 3

    পেঁয়াজ লংকাকুচি করে, রসুন আদা পেস্ট করেরাখতে হবে ৷ক্যপসিকম,টমেটো কুচি করে রাখতে হবে |

  4. 4

    ধনে পাতা কুচি করে নিতেহবে, চিংড়ি ভেজে তুলে রাখতে হবে | বেসন,কর্নফ্লাওয়ার কালোজিরা, জুয়ান, নুন হলুদ ওসামান্য তেল, খাবার সোডা,পরিমান মত জলে গুলে রাখতে হবে ৷

  5. 5

    এবার চিংড়ি বাঁধা কপির পুর_তৈরী করে নিতে হবে | চিংড়ি ভাজার তেলে জিরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজভেজে, তারপর রসুন আদা, জিরালংকা, নুন হলুদ টমেটো কুচি, ক্যাপসিকম,সেদ্ধ আলু সব দিয়েকসিয়ে শেষেভাজা চিংড়ি দিয়ে পুরবানাতে হবে | শেষে ধনে পাতা, চাটমশলা ছড়িয়েমিশিয়েনিতে হবে, তারপর সেটা ঠান্ডাকরতে হবে ৷

  6. 6

    তারপর ব্লাঞ্চ করা পাতার ভেতর চিংড়ি বাঁধার পুর ভরে,ফোল্ড করে নিতে হবে। তারপর সেটা বেসনগোলায় ডুবিয়ে ভেজে নেবার পালা |

  7. 7

    প্যানে সাদাতেল গরম করে এবার ঐপুর ভরা মিনিবাঁধা চিংড়ির রোল মাঝারি আঁচে উল্টেপাল্টে বাদামীকরেভেজে টিসু পেপারে রেখে তুলে নিতে হবে।

  8. 8

    পরিবেশন কালে আমি ধনেপাতার চাটনি,টমেটো সস,স্যালাড, ভাজা চিংড়ি দিয়ে পরিবেশন করেছি|বিকেলে চা এর সাথে স্ন্যাক্স হিসাবে এই মিনি বাঁধাকপি চিংড়ির রোল পেলে, জমে যাবে দীপাবলির বিকেলটা |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes