মাটন বিরিয়ানি আলু দিয়ে(mutton biryani aloo diye recipe in Bengali)

Soumyajit Chakraborty
Soumyajit Chakraborty @cook_25591046

মাটন বিরিয়ানি আলু দিয়ে(mutton biryani aloo diye recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম মটন
  2. ৪০০ গ্রাম চাল
  3. ২টো আলু অর্ধেক করে কাটা
  4. ১টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ২টো পেঁয়াজ কুচি করা
  6. ১টেবিল চামচ ধনে জিরের গুঁড়ো
  7. ১চা চামচ বিরিয়ানি মসলা
  8. ১কাপ কেশর ভেজানো দুধ
  9. ১মুঠো গোটা গরম মসলা
  10. ১-২ ফোঁটা আতর
  11. ১চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  13. ১চা চামচ গোটা জিরে
  14. ১চা চামচ গরম মসলা
  15. ১টা তেজপাতা
  16. ১টা শুকনো লঙ্কা
  17. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  18. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে জল বসিয়ে দিয়ে তাতে গোটা গরম মসলা দিয়ে নুন ও চাল দিয়ে দিন।একবার ফুটলে জল ঝরিয়ে নিন

  2. 2

    মাংস সব মসলা দিয়ে মাখিয়ে রাখুন।একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরা তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন

  3. 3

    এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন।আলু দিয়ে নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন

  4. 4

    ধনে জিরে গুঁড়া ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন

  5. 5

    একটি পাত্রে প্রথমে শুকনো ভাতের একটি স্তর দিয়ে তার পর ওপরে মাংস ও আলু দিয়ে আবার ভাত দিয়ে দিন

  6. 6

    দুবার একইভাবে সাজিয়ে ওপরে কেশর ভেজানো দুধ, বিরিয়ানি মসলা, গরম মসলা ও ঘি দিয়ে ঢেকে ১৫- ২০ মিনিট দমে রাখার পর নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyajit Chakraborty
Soumyajit Chakraborty @cook_25591046

মন্তব্যগুলি

Similar Recipes