পালং পনির (Palak Paneer recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

#CP
এটি একটি প্রোটিন সমৃদ্ধ অতি জনপ্রিয় রেসিপি।

পালং পনির (Palak Paneer recipe in Bengali)

#CP
এটি একটি প্রোটিন সমৃদ্ধ অতি জনপ্রিয় রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৩০০ গ্রাম পালং পাতা
  2. ২০০ গ্রাম পনির
  3. ১ টা বড়পেঁয়াজ
  4. ১/২ ইঞ্চি আদা
  5. ২০-২২ কোয়া রসুন
  6. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ৩-৪ টে কাঁচা লঙ্কা
  9. ২০ গ্রাম মাখন
  10. ১ চা চামচ রিফাইন্ড তেল
  11. ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  12. ১/২ চা চামচ আস্ত জিরা
  13. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    পালং পাতা ধুয়ে নিয়ে গরম জলে ব্লাঞ্চ করে নিতে হবে।

  2. 2

    গরম জল থেকে তুলেই বরফ কুচি দেওয়া ঠাণ্ডা জলে দিতে হবে। এতে পালং শাকের সমস্ত নিউট্রিয়েন্টস ঠিক থাকে।

  3. 3

    ঠাণ্ডা হলে ব্লেন্ড করে নিতে হবে।
    পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কা কুচি করে নিতে হবে।

  4. 4

    পনির টুকরো করে নিতে হবে।

  5. 5

    তেল গরম করে মাখন দিতে হবে। আস্ত জিরা ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভাজতে হবে।

  6. 6

    ভাজা হলে পালং পাতা র পেস্ট দিয়ে জিরা গুঁড়া, ধনে গুঁড়ো দিয়ে কষাতে হবে। স্বাদ মতো নুন দিয়ে পনিরের টুকরো দিয়ে মেশাতে হবে।

  7. 7

    এবার ক্রিম দিয়েই আঁচ বন্ধ করে দিতে হবে। ক্রিম মিশিয়ে মাখন দিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু পালক পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes