মাটন বিরিয়ানি (Mutton Biriyani Recipe In Bengali

Samita Sar
Samita Sar @cook_25646655

#LD

মাটন বিরিয়ানি (Mutton Biriyani Recipe In Bengali

#LD

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬-৭ জন
  1. ৮০০ গ্ৰাম মাংস
  2. ৬৫০ গ্রাম বাসমতী চাল
  3. ৫টা আলু ১/২করে নেওয়া
  4. ৭ টা ডিম
  5. মশলা একসাথে গুড়ো করে নিতে হবে
  6. ৫ গ্রাম জয়িত্রি
  7. ৫গ্ৰাম ছোট এলাচ
  8. ম‍্যরিনেশনের জন্যে
  9. ২চা চামচ নুন
  10. ২চা চামচ আদা বাটা
  11. ২চা চামচ রসুন বাটা
  12. ২ চা চামচ বিরিয়ানি মশলা
  13. ১ চা চামচ এলাচ ও জয়িত্রি গুঁড়ো
  14. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  16. ২কাপ টকদই,
  17. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  18. ২চা চামচ সর্ষের তেল
  19. ৮টা পেঁয়াজ কুচি
  20. ১/২কাপ সাদা তেল
  21. স্বাদ মতনুন
  22. পরিমাণ মতগোটা গরমমশলা
  23. ১ -২টো,তেজপাতা
  24. ১টা স্টার অ্যানিস
  25. ২টেবিল চামচ ঘি
  26. ১/২লেবুর রস
  27. পরিমাণ মতফুড কালার
  28. পরিমাণ মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে পেঁয়াজ কুচি করে নিতে হবে, এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে তুলে নিয়ে ঐ তেলে আলু নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    মাংসে ম‍্যরিনেশনের সমস্ত মশলা মিশিয়ে ১ঘন্টা মতো রেখে দিতে হবে।চাল ভালো করে ধুয়ে ১/২ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার তেলের মধ্যে ১টেবলচামচ ঘি দিয়ে গোটা গরমমশলা,১টা স্টার এ্যনিস ও তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে মাংস দিয়ে কষাতে হবে।এরমধ্যে কিছুটা পেঁয়াজ ভাজা ও ২চামচ কেওড়া ও ২চামচ গোলাপ জল দিতে হবে।ভালো করে কষিয়ে নিয়ে ও আলু দিয়ে আরোও একটু কষিয়ে নিতে হবে। কুকারে ৪টে সিটি দিতে হবে।আমার আলাদা করে জল লাগেনি।

  4. 4

    এবার হাড়িতে জল বসিয়ে ২টো এলাচ,২টুকরো দারচিনি,১টা স্টার এ্যনিস,একটু জয়িত্রি, গোলমরিচ, লবঙ্গ,ও ১/২ লেবুর রস দিয়ে জল ভালো করে ফুটে গেলে চাল দিয়ে ৮০ শতাংশ ফুটিয়ে নিতে হবে।

  5. 5

    এবার দমে বসাতে হবে, হাড়িতে ঘি মাখিয়ে প্রথমে ধাপে চাল ছড়িয়ে ওপরে কয়েক টুকরো মাংস, আলূ ও ডিম দিয়ে অল্প বিরিয়ানি মশলা, পেঁয়াজ ভাজা ছড়িয়ে আবার ও ভাত দিয়ে এভাবে ২ বার করে ৩য় ও শেষ স্টেজে ভাত দিয়ে ভালো করে ঢেকে ওপরে বাকি পেঁয়াজ ভাজা, বিরিয়ানি মশলা, একটু নুন,ও মাংসের স্টক ২টেবলচামচ ও ধনেপাতা কুচি,১টেবল চামচ গোলাপ জল ও ১চামচ কেওড়া জল,একটু ফুড কালার দূধে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    এবার ঢাকনি দিয়ে আটা দিয়ে মুখ সিল করে হাড়ির তলায় একটা চাটু ভালো করে গরম করে বসিয়ে প্রথমে ১মিনিট হাইফ্লেমে দিয়ে ৩০ মিনিট একদম ঢিমে আঁচে দমে রাখতে হবে।

  7. 7

    এবার গ‍্যাস বন্ধ করে আরোও ৩০মিনিট মতো রাখতে হবে।এবার একটা প্লেটে ঢেলে পেঁয়াজ,টমেটো ও চপের সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes