চিংড়ির মালাইকারি (Chingrir malai curry recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#CookpadTurns6

কুকপ্যাডের ৬ বৎসর "বার্থ -ডে"তে আমি আমার হেঁসেলে সুন্দর স্বাদের "চিংড়ি মালাইকারি"রেসিপি নিয়ে হাজির করলাম।

উৎস_ভারত, বর্ধমান

চিংড়ির মালাইকারি (Chingrir malai curry recipe in bengali)

#CookpadTurns6

কুকপ্যাডের ৬ বৎসর "বার্থ -ডে"তে আমি আমার হেঁসেলে সুন্দর স্বাদের "চিংড়ি মালাইকারি"রেসিপি নিয়ে হাজির করলাম।

উৎস_ভারত, বর্ধমান

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিঃ
৮ দন
  1. ১৬ টা বেশ বড় ঢিংড়ি
  2. ৩ টে মাঝারি পেঁয়াজ বাটা
  3. ২ টো মাঝারিটমেটো বাটা
  4. ৪-৫ কোয়া রসুন বাটা
  5. ৫-৬ টা কাঁচা লঙ্কা বাটা
  6. ১ ইঞ্চি আদা বাটা
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  10. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১/২ চা চামচ ঘি
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদ অনুযায়ীলবণ
  14. প্রয়োজন মত গোটা গরম মশলা
  15. ১/২ নারকেলের দুধ
  16. প্রয়োজন মত তেল
  17. ৩-৪ টে চেরা কাঁচালঙ্কা
  18. ১/৪ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিঃ
  1. 1

    সব আগে মাছ বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন

  2. 2

    নারকেল কুঁড়ে নিয়ে একটা পরিস্কার কাপড়ের মধ্যে নিয়ে হালকা গরম জলে ডুবিয়ে চিপে চিপে দুধ তৈরি করে নিন

  3. 3

    এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেস্ট করা মসলা দিয়ে লো আঁচে ২/৩ মিঃ কষানো, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সামান্য জল দিয়ে গরম মসলা গুঁড়ো বাদে সব মসলা যোগ করুন সাথে চিনি ও পরিমাণ মতো নুন দিন ও কষাতে থাকুন যতক্ষণ পর্যন্ত মসলা থেকে তেল না রিলিজ হচ্ছে

  4. 4

    মসলা থেকে তেল রিলিজ হলে নারকেল দুধ দিয়ে যদি প্রয়োজন হয় তবে ১/৪ কাপ জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ওপর থেকে চেরা কাঁচালঙ্কা দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ৮/১০ মিঃ রান্না করুন মাঝে অবশ্যই এক দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করুন। ৮/১০ মিঃ পর ঢাকা খুলে গ্রেভি বেশ গামাখা হলে ঘি গরম মসলা গুঁড়ো দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে লো আঁচে ১/২ মিঃ রান্না করে গ্যাস অফ্ করে ২ মিঃ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes