ছাতুর লুচি ও কড়াইশুঁটির ঘুগনি(Chhatur Luchi & Karaisutir Ghugni recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#PR

ছাতুর লুচি ও কড়াইশুঁটির ঘুগনি(Chhatur Luchi & Karaisutir Ghugni recipe in Bengali)

#PR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ২কাপ ময়দা
  2. ১কাপ ছাতু
  3. স্বাদ মতনুন
  4. ১চা চামচ জোয়ান ক্রাশ করা
  5. ১/২চা চামচ কালোজিরে
  6. ১চা চামচ আদা কুচি
  7. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ৩চা চামচ তেল
  9. পরিমাণ মতলুচি ভাজার জন্যে সাদা তেল
  10. ঘুগনির জন্যে -
  11. ২কাপ কড়াইশুঁটি
  12. ১টা আলু টুকরো করা
  13. ১টা টমেটো
  14. ১চা চামচ আদা ও লঙ্কা বাটা
  15. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  16. ১চা চামচ ধনে গুঁড়ো
  17. স্বাদ মতনুন
  18. ১/২চা চামচ চিনি
  19. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  20. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  21. ১চা চামচ ভাজা মশলা(ধনে,জিরে ও লঙ্কা ভেজে নেওয়া)
  22. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  23. ২টেবিল চামচ সর্ষের তেল
  24. ১/২চা চামচ জিরে
  25. ১ টাতেজপাতা
  26. ২চা চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ছাতুর লুচি বানানোর জন্যে ময়দা ও ছাতুর সঙ্গে উপরোক্ত সব মশলা ও তেল মিশিয়ে একটা সফ্ট ডো মেখে উপরে ১চামচ তেল মাখিয়ে ২০ মিনিট মতো রাখতে হবে

  2. 2

    এবার মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে লুচি বেলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে অল্প আঁচে লুচি ভেজে নিতে হবে

  4. 4

    ঘুগনি বানানোর জন্যে কড়াইশুটি ও আলু একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল গরম করে জিরে ও তেজঁপাতা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে টমেটো ও আদাবাটা, লঙ্কাবাটা, কাশ্মীরি লঙ্কা গুড়ো ও হলুদ গুড়ো, জিরে ও ধনেগুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    এবার এরমধ্যে সেদ্ধ করা কড়াইশুটি দিয়ে ভালো করে মশলায় মিশে গেলে প্রয়োজন মতো জল দিয়ে,ও চিনি, নুন দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  7. 7

    এরমধ্যে ধনেপাতা কূচি দিতে হবে,ঝোল বেশ ঘন হলে গরমমশলা ও ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes