আমের আচার (aamer achaar recipe in Bengali)

Reshmi Ghosh
Reshmi Ghosh @Reshmi1_ghosh

#HETT
#আমারপ্রিয়রেসিপি
আমাদের ইন্ডিয়া আর অনেক প্রান্তে আচার ছাড়া চলেনা। তাই বানিয়ে ফেললাম সবার প্রিয় আমের আচার।
সবচেয়ে সুবিধা যাতে এই আচারে কোন রোদ লাগে না আর এটা পুরো বছর ব্যবহার করা যায়।

আমের আচার (aamer achaar recipe in Bengali)

#HETT
#আমারপ্রিয়রেসিপি
আমাদের ইন্ডিয়া আর অনেক প্রান্তে আচার ছাড়া চলেনা। তাই বানিয়ে ফেললাম সবার প্রিয় আমের আচার।
সবচেয়ে সুবিধা যাতে এই আচারে কোন রোদ লাগে না আর এটা পুরো বছর ব্যবহার করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিনদিন
অনেকজন
  1. 1 কিলোকাঁচা রাজাপুরি আম
  2. 5 চামচসর্ষে বাটা
  3. 5 চা চামচমেথি বাটা
  4. 1 টালেবুর রস
  5. স্বাদ মতলবণ
  6. প্রয়োজন অনুযায়ীহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচ সর্ষে
  9. 2 চা চামচহিং
  10. 1/2 লিটার সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

তিনদিন
  1. 1

    প্রথমে আম টাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে।

  2. 2

    তারপর ভালো করে নুন, হলুদ মাখিয়ে 12 ঘন্টা রেখে দিতে হবে। 12 ঘন্টা পরে অনেক টা জল বের হবে ওটাকে ভালো করে বের করে আমগুলো কে 5 ঘন্টা শুকিয়ে নিতে হবে।

  3. 3

    অন্যদিকে মশলাটা বানাতে হবে তার জন্য তেল টাকে গরম করে ঠান্ডা করে নিতে হবে আর সরষে বাটা, আস্ত সরষে, হলুদ, নুন, লঙ্কা, মেথি সব দিয়ে আমের সাথে মেলাতে হবে এই মিশ্রণ টাকে তিন দিন বাড়ির ভিতরে একটু পরিষ্কার জায়গায় রাখতে হবে। আচার রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Ghosh
Reshmi Ghosh @Reshmi1_ghosh

Similar Recipes