মিক্স সব্জী দিয়ে দলিয়া খিচুড়ি (mix sabji diye daliar khichdi recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#PS
এই শীতে সব্জি আমরা পাই প্রচুর পরিমানে ,আর তা যদি আমরা হেলদি করে খেতে চাই তাহলে এভাবে খিচুড়ি বানিয়ে খেলে দারুন হয় ।আমি ডিনারের জন্যে বানিয়েছি এই ডালিয়ার খিচুড়ি।

মিক্স সব্জী দিয়ে দলিয়া খিচুড়ি (mix sabji diye daliar khichdi recipe in Bengali)

#PS
এই শীতে সব্জি আমরা পাই প্রচুর পরিমানে ,আর তা যদি আমরা হেলদি করে খেতে চাই তাহলে এভাবে খিচুড়ি বানিয়ে খেলে দারুন হয় ।আমি ডিনারের জন্যে বানিয়েছি এই ডালিয়ার খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
৩ জন।
  1. 1 কাপদলিয়া
  2. একটুফুলকপি
  3. 1/2 কাপগাজর কুচি
  4. 1/2 কাপবিন্স কুচি
  5. 1/2 কাপটমেটো কুচি
  6. 1/2 কাপকড়াইশুঁটি
  7. 1 কাপমুগ ডাল
  8. 2 টিতেজপাতা
  9. 2 টিশুকনো লঙ্কা
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1/2 চা চামচআদা বাটা
  12. স্বাদ মতনুন
  13. 1/2 চা চামচচিনি
  14. 1 চা চামচঘি
  15. 1/4 চা চামচগোটা জিরে
  16. 3 চা চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে ডাল ও ডালিয়া এক এক করে শুকনো খোলায় ভেজে নিতে হবে।এর পর ভালো করে ধুয়ে একটি করে করে পরিমান মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে।সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটি কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে,শুকনো লঙ্কা, তেজপাতা,গোটা গরম মসলা ফোরণ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে সব সব্জি কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।আদা বাটা,ও হলুদ গুঁড়ো,নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ দলিয়া ও ডাল ঢেলে দিতে হবে।

  3. 3

    এবার মিনিট পাঁচ ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে নিয়ে রাখতে হবে।আমি একটু পাঁপড় ভেজে নিয়ে সার্ভ করেছি,আপনারা যেকোনো ভাজা বা আলুরদম দিয়ে ও সার্ভ করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Top Search in

মন্তব্যগুলি

Similar Recipes