খিচুড়ি (Khichuri recipe in Bengali)

Rajeka Begam
Rajeka Begam @cook_24974251

#GA4
#Week7
এই সপ্তাহে ধাঁধা থেকে নিলাম খিচুড়ি।
খিচুড়ি আমাদের সবারই ভীষণ প্রিয় খাবার।সকালের জল খাবার হোক বা দুপুরে কিংবা এই ঠান্ডার মরসুমে রাতে খিচুড়ি সবার প্রিয়।

খিচুড়ি (Khichuri recipe in Bengali)

#GA4
#Week7
এই সপ্তাহে ধাঁধা থেকে নিলাম খিচুড়ি।
খিচুড়ি আমাদের সবারই ভীষণ প্রিয় খাবার।সকালের জল খাবার হোক বা দুপুরে কিংবা এই ঠান্ডার মরসুমে রাতে খিচুড়ি সবার প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম গোবিন্দ ভোগচাল
  2. ১০০ গ্রাম মুগ ডাল
  3. ১ টি ফুলকপি
  4. ২ টি আলু
  5. ১ টি গাজর
  6. ২ টি কাঁচা লঙ্কা
  7. ২ টি শুকনো লঙ্কা
  8. ১ টি পিয়াঁজ
  9. ১ টি তেজপাতা
  10. ৪ টেবিল চামচ সাদাতেল
  11. ২ টেবিল চামচ ঘি
  12. ১/২ চা চামচ আদা বাটা
  13. ১/২ টেবিল চামচ লংকা গুঁড়ো
  14. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  15. স্বাদমতোনুন
  16. স্বাদ অনুযায়ীচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    আলু খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিতে হবে।ফুলকপি বড়ো বড়ো করে কেটে নিতে হবে।প্রয়োজন মতো জল দিয়ে আলু ও ফুলকপি সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।পিয়াঁজ গাজর বিন্সছোট করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াই তে পরিমান মতো তেল দিয়ে আলু ও কপি হালকা করে ভেজে নিতে হবে।তার সাথে গাজর ও বিন্সভেজে নিতে হবে।

  3. 3

    চাল ও ডাল পরিমান মতো ঠিক করে নিতে হবে।ধুয়ে নিতে হবে ভালো করে

  4. 4

    ডেকচি তে সাদাতেল ঘি দিতে হবে।মিডিয়াম আঁচে রাখতে হবে।একটু গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা পিয়াঁজ ও আদা দিতে হবে।

  5. 5

    পিয়াঁজ বাদামি হলে চাল ও ডাল দিতে হবে।চাল ও ডাল ভালো করে ভাজতে হবে। নুন লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিতে হবে ।চাল ও ডাল থেকে ভাজার সুগন্ধ বেরিয়ে এলে ৫০০ গ্রাম মতো জল দিতে হবে।জল ফুটে উঠলে আলু দিতে হবে।ভাত ভালো মতো ফুটতে শুরু করলে ফুলকপি দিতে হবে।

  6. 6

    এরপর চাল ও ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rajeka Begam
Rajeka Begam @cook_24974251

Similar Recipes