চাট (Chaat recipe in bengali)

Nupur Mukherjee
Nupur Mukherjee @Nupur18
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 সারভিংস
  1. 1/2 কাপময়দা
  2. 1/2 কাপসুজি
  3. 2টেবিল চামচ ঘি
  4. 1/2 কাপটক দই
  5. 1টেবিল চামচ চিনি
  6. 4টেবিল চামচ চাটনি
  7. 3টেবিল চামচ
  8. 1 চা চামচভাজা মসলার গুঁড়ো
  9. 1 চা চামচ চাট মসলা
  10. 2 টেবিল চামচ ধনে পাতা কুচি
  11. 1মুঠোবাদাম ভাজা
  12. 1 মুঠো ছোলা সিদ্ধ একমুঠো
  13. 1টা আলু সিদ্ধ একটা
  14. 1টা ছোটপেঁয়াজ কুচি
  15. স্বাদমতোনুন
  16. পরিমান মত বিট নুন
  17. পরিমাণ মতঝুরিভাজা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটা মিক্সিং বোলে সুজি, ময়দা, নুন, চিনি, ঘি মিশিয়ে জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে।

  2. 2

    এবার লেচি কেটে রুটির মতো বেলে নিতে হবে। রুটির গায়ে কাঁটাচামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে কুকিকাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে সাদাতেল গরম করে গোল করে কাটা পাপড়ি গুলো সোনালী করে ভেজে নিতে হবে । টকদইটা নুন, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে।

  4. 4

    এবার সার্ভিং প্লেটে পাপড়ি গুলো সাজিয়ে উপরে আলুসিদ্ধ, পেঁয়াজ কুঁচি, টমেটো কুঁচি, ফেটানো টকদই, তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, ভাজা জিরের গুঁড়ো, চাটমশলা, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কা কুঁচি, নুন দিতে হবে।

  5. 5

    সবকিছু দিয়ে সাজাবার পরে উপর থেকে চাট মসলা আর ঝুড়ি একটু ছড়িয়ে দিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nupur Mukherjee

মন্তব্যগুলি

Similar Recipes