চিকেন ভর্তা (Chicken bharta recipe in Bengali)

Parnali Chatterjee
Parnali Chatterjee @cook_25593476

চিকেন ভর্তা (Chicken bharta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০গ্রাম চিকেন
  2. ৪টেবিল চামচ টক দই
  3. ১০টা কাজু
  4. ২টেবিল চামচচার মগজ
  5. ৩টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  6. ৫-৬টি কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১ চা চামচ চিনি
  10. পরিমাণ মতহলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২ চা চামচ কসুরি মেথি
  13. ২ চা চামচ বাটার
  14. ৩ টো পেঁয়াজ বাটা
  15. ১ চা চামচ রসুন বাটা
  16. ১/২ চা চামচ আদা বাটা
  17. ১ টা বড় টমেটো বাটা
  18. ৫টেবিল চামচ সাদা তেল
  19. পরিমাণ মতডিমের স্লাইশ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আদা,রসুন,পেঁয়াজ,টমেটো,কাচা লঙ্কা আলাদা ভাবে পেস্ট করে নিয়েছি।কাজু আর মগজ পেস্ট করে নিয়েছি। চিকেন গুলোকে নুন দিয়ে ৫-৭ মিনিট সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    সেদ্ধ করা চিকেন গুলো টুকরো করে রেখে কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে কিছুটা কষিয়ে রসুন,আদা, কাঁচালঙ্কা পেস্ট দিয়ে কিছুক্ষন কষাতে হবে।

  3. 3

    তারপর একে একে হলুদ, জিরেগুঁড়ো,নুন,ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিয়ে টমেটো পেস্ট দিয়ে আবার ভাল করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষে গেলে চিকেন টুকরোগুলো দিয়ে মগজ বাটা আর আরেকটু চিকেন স্টক দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো।

  5. 5

    তারপর ঢাকনা সরিয়ে কসৌরি মেথি, ফ্রেশ ক্রিম, বাটার দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ডিমের টুকরোগুলো দিয়ে ৪-৫ মিনিট কম আঁচে রেখে তারপর নামিয়ে নিয়ে উপরে বাটার পরিবেশন করলাম চিকেন ভর্তা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Parnali Chatterjee
Parnali Chatterjee @cook_25593476

মন্তব্যগুলি

Similar Recipes