চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)

Sudeshna Ghosh
Sudeshna Ghosh @cook_25577469

#চিকেন
#রন্ধনেবাঙালি

চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)

#চিকেন
#রন্ধনেবাঙালি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১ টা পেঁয়াজ বাটা
  3. ২ চা চামচ রসুন বাটা
  4. ১.৫ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১ টা টমেটো বাটা
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  9. ২ চা চামচ জির গুঁড়ো
  10. ২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. ১ চা চামচ কসুরি মেথি
  13. ২ চা চামচ কাজু বাটা
  14. ১ চা চামচ পোস্ত বাটা
  15. ২ চা চামচ টক দই
  16. ২ চা চামচ নুন
  17. ২ টো সেদ্ধ ডিম
  18. ৪ চা চামচ সাদা তেল
  19. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মশলা
  20. ২ টো তেজপাতা
  21. ১ চা চামচ বাটার/ মাখন
  22. ১ টাধনে পাতা
  23. প্রয়োজন অনুযায়ীচেরি টমেটো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চিকেনটা প্রথমে ১৫-২০ মিনিট জলে সিদ্ধ করে তুলে নিতে হবে

  2. 2

    কাটা চামচ বা হাত দিয়ে চিকেন টা ছিরে রাখতে হবে

  3. 3

    করাইতে তেল গরম করে গোটা গরম মশলা আর তেজ পাতা দিতে হবে। কয়েক সেকেন্ড পর পেয়াজ, আদা, রসুন, কাঁচা লঙকা বাটা সব দিয়ে ভাল করে কষাতে হবে

  4. 4

    এরপর টমেটো বাটা দিয়ে ভাল করে কষাতে হবে

  5. 5

    এরপর নুন, হলুদ, কাশ্মিরী লঙকা, ধনে, জিরে গুরো সব দিয়ে আবার কষাতে হবে মিডিয়াম আঁচে

  6. 6

    মশলা থেকে তেল ছারা শুরু হলে চিকেন এবং একটু পরেই কাজু, পোস্ত বাটা, ফেটানো টক দই টা দিয়ে ভস করে মিশিয়ে কিছুসময় কষাতে হবে

  7. 7

    এরপর ওপর থেকে গরম মশলা গুরো, কস্তুরী মেথি, বাটার ছরিয়ে একটু ঢেকে রাখতে হবে

  8. 8

    সব শেষে সেদ্ধ ডিম টুকরো করে ওপর থেকে ছরিয়ে দিতে হবে

  9. 9

    গারনিষ করার জন্য ধনে পাতা, চেরি টমেটো টুকরো ব্যাবহার করতে পারেন

  10. 10

    চিকেন ভরতা পরিবেশনের জন্য রেডি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudeshna Ghosh
Sudeshna Ghosh @cook_25577469

Similar Recipes