ঘুগনি(Ghugni recipe in bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ebook2
#পূজা2020
#week2
পুজোতে আমরা বাইরের খাবারই বেশি ভালোবাসি. এই সময় আমরা স্ট্রিটফুডের খাবার খুবই খাই. সে একটি প্রিয় স্ট্রিটফুড হলো ঘুগনি. তাই আমি স্টিট ফুডের স্টাইলেই ঘুগনি বানিয়েছি.

ঘুগনি(Ghugni recipe in bengali)

#ebook2
#পূজা2020
#week2
পুজোতে আমরা বাইরের খাবারই বেশি ভালোবাসি. এই সময় আমরা স্ট্রিটফুডের খাবার খুবই খাই. সে একটি প্রিয় স্ট্রিটফুড হলো ঘুগনি. তাই আমি স্টিট ফুডের স্টাইলেই ঘুগনি বানিয়েছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3জন
  1. 1 কাপঘুগনি
  2. 1 টিআলু
  3. 1 টিটমেটো
  4. 1 টা বড় পেঁয়াজ
  5. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  7. 2টেবিল চামচ বেসন 1/2 কাপ জলে গোলানো
  8. 1 চা চামচজিরা গুঁড়ো
  9. 1/2টেবিল চামচ ধনে গুঁড়ো
  10. 1/2টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদমতোলবণ
  13. 1/4 চা চামচবিট নুন
  14. 3টেবিল চামচ সরিষার তেল
  15. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  16. 1 চা চামচভাজা মসলাগুরো(ধনে জিরা,মৌরি,শুকনোলঙ্কা ভেজে গুঁড়ো করা
  17. 1 চা চামচপাকা তেতুল1/2 কাপ জলে গোলানো
  18. 1/2 টুকরোপাতিলেবু
  19. সাজানোর জন্য
  20. 1টাপেঁয়াজ কুচি
  21. 2চা চামচ ধনেপাতা কুচি
  22. 1/4 গাজর কুচি
  23. স্বাদমত কাঁচা লঙ্কা কুচি
  24. 1টি টমেটো কুচি
  25. স্বাদমতোবিটনুন
  26. পরিমান মত ভাজা মশলা গুঁড়ো
  27. প্রয়োজন মতোসেও ভাজা
  28. 1 টিলেবুর রস
  29. প্রয়োজন অনুযায়ীপাতলা তেঁতুল গোলা জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে মটরকে সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম. পরেরদিন ভালো করে ধুয়ে পেশার কুকার এর মধ্যে জল দিয়ে এর মধ্যে একটা আলু,মটর, একটা কাঁচা লঙ্কা, লবণ,হলুদ আর এক চামচ তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে. ঠান্ডা হলে মোটর গুলো আর আলু নামিয়ে নিতে হবে. আর জলটা রেখে দিতে হবে.

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে. দুই মিনিটের মত ভেজে সামান্য লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে. এবার টমেটো কুচিও দিতে হবে. আদা-রসুন বাটা দিয়ে এক মিনিটের মত নেড়েচেড়ে হলুদ,লংকা ধনে, জিরে দিয়ে কষতে হবে.

  3. 3

    এবার আলু হাতের সাহায্যে টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে মিহি করা যাবে না. আলু দিয়ে দু মিনিটের মতো কষে নিয়ে মটর দিয়ে দিতে হবে. মটর দিয়ে নেড়েচেড়ে এক গ্লাসের মত জল দিতে হবে. এবার সামান্য বিট নুন দিতে হবে. কড়াই ঢেকে দিতে হবে.

  4. 4

    5 থেকে 7 মিনিট পরে মটর ভালো করে সেদ্ধ হয়ে গেলে আগে থেকে জলে গুলে রাখা বেসন দিয়ে দিতে হবে. সঙ্গে সঙ্গে নাড়াতে হবে. দুই মিনিট পর 1 টেবিল চামচ ভাজা মসলা দিয়ে দিতে হবে. এরপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে.

  5. 5

    এবার প্লেটে বা বাটিতে প্রথমে ঘুগনি দিয়ে এর উপর থেকে সামান্য লেবুর রস, তেঁতুল গোলা জল,পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, ভাজা মশলা গুঁড়ো, বিটনুন, আর সেও ভাজা ভালো করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে. এরপর সবকিছু মিলিয়ে গরম গরম খেতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes