মুর্গ শাহী কোর্মা

Piyali polley Roy
Piyali polley Roy @cook_12335150
KHARAGPUR
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট লাগবে
৪ জনের জন্য পরিবেশিত
  1. ৫০০ গ্রামহাড় সমেত মুর্গি
  2. ৩-৪ বড় চামচঘী
  3. ১ বড় চামচসাদা তিল
  4. ৮-১০ টিকাজু বাদাম
  5. ১ টিদারুচিনি
  6. ২ টিমিহি করে কাটা মাঝারি মাপের পেয়াঁজ
  7. ২ টিকাঁচা লঙ্কা কুচি
  8. ২ টিএলাচ
  9. ১ বড় চামচরসুন মিহি করে কোচানো
  10. আধা বড় চামচআদা বাটা
  11. ২ টিলবঙ্গ
  12. ১ বড় চামচচারমগজ
  13. ১/৪ চা চামচজায়ফল গুঁড়ো
  14. ১/৪ চা চামচজয়িত্রী গুঁড়ো
  15. আধা চা চামচকাসুরি মেথি
  16. ৩-৪ বড় চামচটকদই
  17. ৪-৫ টিকালো গোলমরিচ
  18. স্বাদমতচিনি
  19. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট লাগবে
  1. 1

    সমস্ত উপকরণ

  2. 2

    সদ্য ফেটানো টকদই দিয়ে মুরগির মাংস ২-৩ ঘন্টা ম্যারিনেট করুন।

  3. 3

    উষ্ণ জলে কাজু,চারমগজ বা তিল ১৫ মিনিট ভিজিয়ে রেখে মসৃণ করে বাটুন।

  4. 4

    আদা,রসুন ও কাঁচা লঙ্কা একত্রে বাটুন।

  5. 5

    প্যানে ঘী গরম হলে গোটা গরম মশলা,পেয়াঁজকুচি দিয়ে ঢিমে এবং মাঝারি আঁচে ভাজুন।

  6. 6

    হালকা বাদামী হলে আদা-রসুন বাটা দিয়ে ভালোকরে নাড়ুন।

  7. 7

    এতে এবার ম্যারিনেট করা মুর্গির মাংস দিয়ে ভালোকরে নাড়ুন।

  8. 8

    কাজুবাটা,নুন-চিনি ও ক্রিম সহযোগে মেশান।

  9. 9

    ঢেকে রাঁধুন যতক্ষন না মাংস সেদ্ধ হয়। এবার ১ কাপ জল দিন এবং ঢিমে আঁচে ১৫-২০ মিনিট ফোটান।

  10. 10

    ঝোল ঘন হতে হবে।

  11. 11

    কাসুরি মেথি ছড়িয়ে দিন।

  12. 12

    ফ্রেশ ক্রিম, পেয়াঁজ, কাঁচা লঙ্কা দিয়ে সাজান। বিরিয়ানী,রুটি,লাচ্ছা পরোটা দিয়ে মুর্গ শাহী কোর্মা পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Piyali polley Roy
Piyali polley Roy @cook_12335150
KHARAGPUR

মন্তব্যগুলি

Similar Recipes