ডিমের ডেভিল

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

#উৎসবেরখাবার এটি মশলাদার আলুর মিশ্রণে মোড়া সেদ্ধ ডিমের ভাজা বড়া। এটি বাঙালি ঘরানার একটি অতি প্রচলিত স্টার্টার।

ডিমের ডেভিল

#উৎসবেরখাবার এটি মশলাদার আলুর মিশ্রণে মোড়া সেদ্ধ ডিমের ভাজা বড়া। এটি বাঙালি ঘরানার একটি অতি প্রচলিত স্টার্টার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট লাগবে
৬ জনের জন্য পরিবেশিত
  1. ৬ টিসেদ্ধ ডিম
  2. ৪ টিমাঝারি মাপের সেদ্ধ ও চটকানো আলু
  3. ৩-৪ বড় চামচতেল+ ডুবোতেলে ভাজার জন্য
  4. ২ টিমাজারি মাপের পেয়াঁজ মিহি করে কোচানো
  5. ১-২টিকাঁচা লঙ্কা
  6. ১ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  7. আধা চা চামচহলুদ গুঁড়ো
  8. ১ চা চামচজিরা গুঁড়ো
  9. ১ চা চামচধনেগুঁড়ো
  10. স্বাদমতনুন
  11. ১ বড় চামচমিহি করে কোচানো ধনেপাতা
  12. ৩ টিফেটানো ডিম
  13. প্রয়োজনমতপাঁউরুটির গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট লাগবে
  1. 1

    ননস্টিক প্যানে ১ বড় চামচ তেল গরম করুন, এতে পেয়াঁজ,কাঁচা লংকা দিয়ে দিন এবং পেয়াঁজ স্বচ্ছ ও মুচমুচে হয়ে যাওয়া অবধি ভাজুন।

  2. 2

    এবার শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট রাঁধুন।

  3. 3

    এতে অল্প জল মেশান। এবার আলু, নুন মিশিয়ে এক মিনিট রাঁধুন।

  4. 4

    ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখুন।

  5. 5

    আলুর মিশ্রণটি সমান ভাগে ভাগ করুন। এবার এই মিশ্রণে দিয়ে ডিমটা মুড়ে গোলাকার বানান।

  6. 6

    ফেটানো ডিমে ডুবিয়ে পাঁউরুটির গুঁড়ো মাখিয়ে নিন।

  7. 7

    কড়াইতে পর্যাপ্ত পরিমানে তেল নিন। ডেভিলগুলো ডুবোতেলে গাঢ় বাদামী করে ভাজুন।

  8. 8

    পেপার টাওয়েল দিয়ে অতিরিক্ত তেল মুছে নিন।

  9. 9

    টম্যাটো কেচাপ দিয়ে গরমাগরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

Similar Recipes