রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট লাগবে
২ জনের জন্য পরিবেশিত
  1. ১ কাপচটজলদি মশলা ওটস
  2. ১/৪ কাপবেসন
  3. স্বাদমতনুন
  4. ২-৩ বড় চামচটকদই
  5. ১ বড় চামচকোচানো টাটকা ধনেপাতা
  6. ১ বড় চামচগাজর কোড়ানো
  7. ১/৪ চা চামচমিহি করে কাটা কাঁচা লঙ্কা
  8. ২ বড় চামচমিহি করে কাটা পেয়াঁজ
  9. আধা বড় চামচগোলমরিচ গুঁড়ো
  10. ১/৪ চা চামচচাট মশলা
  11. জল
  12. ২-৩ বড় চামচরিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট লাগবে
  1. 1

    প্রথমে পেয়াঁজ ও কাঁচা লঙ্কা কুচে রাখুন। গাজর কুড়ে সরিয়ে রাখুন।

  2. 2

    বাটিতে ওটস, বেসন, ও প্রয়োজনমত জল ঢালুন। ২০ মিনিট ঢেকে সরিয়ে রাখুন।

  3. 3

    সমস্ত উপকরণ মেশান। এবার এতে পেয়াঁজকুচি, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভালোকরে মেশান।

  4. 4

    এবার ২-৩ বড় চামচ ফেটানো টকদই মিশিয়ে ব্যাটার বা মিশ্রণটি আরও মসৃণ করে ফেটান।

  5. 5

    গরম ননস্টিক ফ্রাইপ্যানে রিফাইন্ড তেল লাগিয়ে নিন এবং এক হাতা মিশ্রন নিয়ে প্যানের মাঝে ঢালুন। সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে গোলকার করে নিন এবং ছোট গোলাকার প্যানকেক এর মত বানান।

  6. 6

    দুপিঠ গাঢ় বাদামী করে ভেজে নামান।

  7. 7

    ওটস চিল্লার উপর অল্প চাট মশলা বা শুষ্ক ফল ছড়িয়ে রায়তা বা টম্যাটো সস দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Piyali polley Roy
Piyali polley Roy @cook_12335150
KHARAGPUR

মন্তব্যগুলি

Similar Recipes