শাহি গাজরের হালুয়া

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

কুকপ্যাডে আমার প্রথম রেসিপি

শাহি গাজরের হালুয়া

কুকপ্যাডে আমার প্রথম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কূড়ি মিনিট
চার জন
  1. 3 কাপকোরানো গাজর
  2. স্বাদমত চিনি
  3. 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  4. 1/2 লিটার দুধ
  5. 2টেবিল চামচ ঘি
  6. 2 টেবিল চামচ ড্রাই ফ্রুটস কুচি (কাজু,কিসমিস,পেস্তা,আমন্ড)

রান্নার নির্দেশ সমূহ

কূড়ি মিনিট
  1. 1

    কড়াইতে ঘি দিয়ে কোরানো গাজর ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    অন্য করাইতে দুধ গরম করতে হবে ।চিনি দিতে হবে।

  3. 3

    দুধ বেশ ঘন হয়ে আসলে কোরানো গাজর দিতে হবে।

  4. 4

    ভালো করে নেড়ে নেড়ে শুকনো হয়ে আসলে কনডেন্সড মিল্ক দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিতে হবে।

  5. 5

    খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্লেটে ঢেলে বাকি ড্রাই ফ্রুটস কুচি দিয়ে সাজিয়ে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

Similar Recipes