লটে ফ্রাই

Sumana Saha
Sumana Saha @cook_15896255

এটি চা কফির সাথে মুখরোরচক হিসাবে আর ভাতের সাথে ও যাবে।

লটে ফ্রাই

এটি চা কফির সাথে মুখরোরচক হিসাবে আর ভাতের সাথে ও যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জনের
  1. ৮টি ছোট মাপেরমাথা বাদ দিয়ে গোটা লটে মাছ জলে ধুুয়ে পরিিষ্কার করে রাখা।
  2. ১চামচ আদা রসুন বাটা
  3. ৩..হলুদ গুঁড়ো
  4. ৪..লঙ্কা গুঁড়ো
  5. ৫..গোলমরিচ গুঁড়ো
  6. ৬..নুন
  7. ৭..পাতিলেবুর রস
  8. ৮..চাল গুঁড়ো ১/২কাপ
  9. ৯..১/২ কাপ ময়দা
  10. ১০. ২ চামচ সুজি
  11. ১১..ভাজার জন্যে সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে, মাছ গুলো ভালো করে জল ঝরিয়ে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,আদা রোশন বাটা,লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিটের মতো।

  2. 2

    চাল গুড়ি, ময়দা, সুজি, নুন,হলুদ, লঙ্কাগুঁড়ো,গোলমরিচ গুঁড়ো সব একসাথে করে জল দিয়ে ঘন ব্যাটার বানাতে হবে।

  3. 3

    ৩০ মিনিট পরে একটা একটা মাছ নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে, কম আঁচে ভেজে নিতে হবে।সব গুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে স্যালাড এর সাথে সাজিয়ে কাসুন্দি সহযোগে পরিবেশন করুন গরম গরম লটে ফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Saha
Sumana Saha @cook_15896255

Similar Recipes