চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#আমার পছন্দের রেসিপি
#বৃষ্টিচ্ছাস
অসাধারণ এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় তেমনি স্বাদে ও অতুলনীয় |

চিংড়ির মালাইকারি(chingrir malaikari recipe in Bengali)

#আমার পছন্দের রেসিপি
#বৃষ্টিচ্ছাস
অসাধারণ এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় তেমনি স্বাদে ও অতুলনীয় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩o মিনিট.
৩জনের
  1. ৬ টি চিংড়ি মাছ
  2. ১/২ নারকেলের দুধ
  3. ১টি পেঁয়াজ কুচি
  4. ১টি পেঁয়াজ বাঁটা
  5. ১টি টমেটো বাঁটা
  6. ২ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ গোটা গরম মশলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ)
  9. ১টা গোটা লংকা
  10. ১ চা চামচ গোটা জিরা
  11. ১টি তেজপাতা
  12. ২-৩ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ টক দই
  14. ১ চা চামচ ঘি
  15. ১ চা চামচ গরম মসলা গুঁড়া
  16. ৩-৪ টা কাঁচালংকা চেরা
  17. ১ চা চামচ জিরা গুঁড়া
  18. পরিমান মতোসর্ষের তেল
  19. স্বাদমতো নুন
  20. পরিমান মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩o মিনিট.
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে । রান্নার জন্য মাছগুলি তে নুন হলুদ মাখিয়েনিতে হবে |

  2. 2

    নারকেল কুরিয়ে মিক্সি তে সামান্য জল দিয়ে বেঁটে ছেঁকে নিতে হবে | পেঁয়াজ আদা টমেটো বেঁটে এবং ১টি পেঁয়াজ কুচি করে রাখতে হবে | গোটা গরম মশলা থেঁতো করে,১টি তেজপাতা জিরে গোটা ও লংকা ১টি প্রভৃতিমশলা গুলি গুছিয়ে নিতে হবে |

  3. 3

    প্যানে সঃ তেল গরম করে প্রথমে চিংড়ি মাছ গুলি সামান্য ভেজে তুলে নিতে হবে |

  4. 4

    এবার প্যানে আরো একটু তেল দিয়ে লংকা তেজপাতা জিরে ও গরম মশলা থেঁতো করে ফোঁড়ন দিতে হবে I এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে | ভাজা হলে একে একে এতে পেঁয়াজটমেটো বাঁটা, আদাবাটা নুন হলুদ জিরেলংকা গুঁড়া পরপর দিয়ে ভাজতে হবে |

  5. 5

    মশলা ভাজা হলে সবার শেষে একটু দই দিয়ে নেড়ে চিংড়ি.ভাজা দিয়ে একটু কষিয়ে নিতে হবে | ১চিমটে চিনি দিয়ে নারকেল দুধ দিতে হবে |প্রয়োজন হলে সামান্য জল দিতে হবে | এরপর ঘি ছড়িয়ে চেরা কাঁচালংকা ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরী চিংড়ির মালাইকারি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes