এঁচোড়ের মালাই কোপ্তা

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

# মধ্যাহ্ন ভোজনের রেসিপি

এঁচোড়ের মালাই কোপ্তা

# মধ্যাহ্ন ভোজনের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় ৩০/৩৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৬০০গ্রাম এঁচোড়
  2. ৬/৭ টি কাজুবাদাম
  3. ৫০ গ্রাম চার মগজ
  4. ৪/৫ টি কাঁচা লঙ্কা
  5. ১চা চামচআদা বাটা
  6. ১ চা চামচধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ গরম মশলা বাটা
  8. ১ চা চামচ ঘি
  9. ৩ টেবিল চামচ সঃ তেল
  10. পরিমান মতোগোটা গরম মশলা (ফোড়নের জন্য)
  11. স্বাদমতোনুন
  12. ১/২ চা চামচ চিনি
  13. ২ টেবিল চামচ ময়দা
  14. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

সময় ৩০/৩৫ মিনিট
  1. 1

    প্রথমে এঁচোড় কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর শিলনোড়ায় বেটে নিন।

  2. 2

    এবার এঁচোড় বাটার সাথে অল্প নুন, চিনি, ধনে গুড়ো, আদা বাটা, একটু গরম মশলা বাটা ও ময়দা দিয়ে ভালো করে মেখে গোলাকার ছোট ছোট বলের মতো করে ভাজতে হবে। ভাজার সময় তেলের সাথে একটু ঘি দেবেন। তাহলে বড়া গুলো খেতে ভালো হয়।

  3. 3

    এবার কড়ায় আরও অল্প তেল দিন, একটু গরম হলে কাজু, চার মগজ, কাঁচা লঙ্কা একসাথে বাটা ওই মিশ্রণ টা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। নুন ও চিনি দিয়ে দিন।ভাজার সময় অল্প জল দিয়ে ভাজতে হবে। একটু তেল বেরোলে ধনে গুড়ো টা দিয়ে আরও একটু নাড়ুন।

  4. 4

    এবার ঝোলের পরিমাণে জল দিয়ে দিন। বড়া জল টেনে নেয় তাই একটু গ্রেভি থাকবে সেই পরিমাণে জল দিন।

  5. 5

    এবার অল্প ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিন। তৈরি এঁচোড়ের মালাই কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes