ছানার পুর ভরা এঁচোড়ের কোপ্তা কারি(chaanar pur bhora echorer kopta curry recipe in Bengali)

jhumur biswas
jhumur biswas @cook_20389853

#পরিবারের প্রিয় রেসিপি

ছানার পুর ভরা এঁচোড়ের কোপ্তা কারি(chaanar pur bhora echorer kopta curry recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ১০০গ্রামছানা
  2. ১বড়বাটিএঁচোড়
  3. ২চা চামচআদা বাটা
  4. ৭চা চামচপোস্ত বাটা
  5. ১ টেবিল চামচগোটা গরম মসলা
  6. ২টোতেজপাতা
  7. ২টোশুকনো লঙ্কা
  8. ১চা চামচগোটা জিরে
  9. ১টাটমেটো কুচি
  10. ২চা চামচকাজুবাদাম বাটা
  11. ১চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদমতোচিনি
  13. পরিমাণমতোসর্ষের তেল
  14. স্বাদমতোনুন
  15. ১বাটিছানার জল
  16. প্রয়োজন অনুযায়ীভাজা মশলা (আদা,জিরা,তেজপাতা,পোস্ত ধনে)
  17. ২চা চামচলাল লঙ্কা বাটা
  18. পরিমাণ মতোকর্ফ্ল্ওরয়ার
  19. ২চা চামচকাঁচা লঙ্কা কুচি
  20. ২চা চামচফ্রেশ ক্রিম
  21. ১চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    এখানে আমি একটি স্টেপ এর ছবি যোগ করলাম ।প্রথমে ছানা টা খুব মিহি করে বেটে নিতে হবে ।তারপর কড়াতে তেল দিয়ে ছানা,নুন,কাঁচা লঙ্কা কুচি ও চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ।এবার ছানা থেকে লেচির মত করে ছোট ছোট বলের মত করে রাখতে হবে ।

  2. 2

    এবারে এঁচোড় ছোট ছোট করে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়ে মিহি করে মাখতে হবে ।এবার এরমধ্যে নুন,হলুদ,কাঁচা লঙ্কা,কুচি ভাজা মশলা গুঁড়ো,আদা,গোলমরিচ গুঁড়ো,কনফ্লাওয়ার ও ১চামচ তেল দিয়ে ভালো করে মেখে গোল গোল করে ওর ভেতরে ছানার বলটা দিয়ে মুখটা বন্ধ করেতেলে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার করাতে তেল দিয়ে শুকনো লঙ্কা,গোটা গরম মসলা,তেজপাতা,ফোড়ন দিতে হবে ।এবার টমেটো কুচি,পোস্ত বাটা,পরিমাণমতো নুন,১ চামচ হলুদ,চিনি,লঙ্কা বাটা দিয়ে কষাতে হবে ।কড়া থেকে তেল ছেড়ে গেলে ছানা কাটার জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।ফুটে উঠলে এঁচোড়ের কোপ্তা গুলো দিয়ে দিতে হবে ।এবার হয়ে গেলে নামিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে 'ছানার পুর ভরা এঁচোড়ের কোপ্তা কারি '।

  4. 4

    ছানার পুর ভরা এঁচোড়েরকোপ্তা কারি আমার পরিবারের কাছে যেমন প্রিয়,তেমন আমারও ।গরমের সময় এই সুস্বাদু রেসিপিটা আমার বাড়িতে না হলেই না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
jhumur biswas
jhumur biswas @cook_20389853

মন্তব্যগুলি (6)

Similar Recipes