গোলবাড়ির চিকেন কষা

Dipmala Bosedutta
Dipmala Bosedutta @cook_16621131

#রান্নাবান্না

গোলবাড়ির চিকেন কষা

#রান্নাবান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
  1. ৫০০গ্রাম চিকেন
  2. ৪টে মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচ পেঁয়াজ বাটা
  4. ২ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ২ টি বড়ো এলাচ
  7. ৩টি ছোট এলাচ
  8. ৫-৬টি লবঙ্গ
  9. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  11. ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  12. স্বাদমতোনুন
  13. স্বাদমতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    চিকেন এ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ২ঘন্টা মাখিয়ে রাখতে হবে

  2. 2

    তেল গরম করে তাতে বোরো এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভাজতে হবে

  3. 3

    এরপর চিকেন দিয়ে ঢেকে দিয়েছি

  4. 4

    ৫-৭মিনিট পর কাশ্মীরি চিলি পাউডার ও আধা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি।।আঁচ কম থাকবে।।মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নীচে লেগে না যায়

  5. 5

    ১০মিনিট বাদে লবঙ্গ ও ছোট এলাচ দিয়ে আবার ঢাকা দিতে হবে

  6. 6

    যতক্ষন না কালো রং আসছে রান্না করতে হবে।।অবশ্যই নেড়ে দিতে হবে মাঝে মাঝে

  7. 7

    রং টা এলে নুন ও সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে বাকি গোলমরিচ গুঁড়ো ও কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipmala Bosedutta
Dipmala Bosedutta @cook_16621131

মন্তব্যগুলি

Similar Recipes