আলুর কোপ্তা গ্রেভি

Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata

আলুর কোপ্তা গ্রেভি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামআলু
  2. 50 গ্রামচিজ্ / পনীর
  3. 1চা চামচগোলমরিচ গুঁড়ো
  4. 2 চা চামচকর্নফ্লাওয়ার গুঁড়ো
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. 1টা পেঁয়াজ কুচি
  7. 1 চামচআদা + রসুন বাটা
  8. 1/2 কাপটমেটো বাটা
  9. ১/২ চা চামচগোটা জিরা ফোরনের জন্য
  10. 1চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচজিরা গুঁড়ো
  12. 1চা চামচধনে গুঁড়ো
  13. 1চা চামচলংকা গুঁড়ো
  14. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. 2 টেবিল চামচতেল
  16. পরিমান মতধনেপাতা কুচি অল্প
  17. অল্পচিনি
  18. 1 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু গুলো সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর সেদ্ধ আলুর সাথে চিজ, নুন r গোলমরিচ গুঁড়ো মেখে নিতে হবে।

  3. 3

    মাখা আলুর থেকে অল্প করে নিয়ে গোল করে চারিদিকে কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    বাকি তেল এ জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর একটু চিনি দিয়ে ভাজতে হবে, পেঁয়াজ এর কালার চেঞ্জ হলে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার টমেটো বাটা আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লংকা গুঁড়ো দিয়ে কষতে হবে। তেল ছাড়লে নুন আর জল দিয়ে ফোঁটাতে হবে। ঘন হয়ে আসলে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্রেভি টা আলুর কোপ্তার ওপর ঢেলে দিতে হবে। আর ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Roy
Soma Roy @somas_kitchen
Kolkata
আমি একজন হোমমেকার, রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes