পটল আলুর খোসার কোপ্তা কারি(potol alur khosar kopta curry)

Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292

#lockdown recipe

পটল আলুর খোসার কোপ্তা কারি(potol alur khosar kopta curry)

#lockdown recipe

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জনের জন্য
  1. ১বাটি পটল ও আলুর খোসা সিদ্ধ করা
  2. খোসার পেষ্টের জন্য
  3. ১ চা চামচমেথি
  4. ১ চা চামচধনে গুঁড়ো
  5. ৫ টি লঙ্কা
  6. (কোপ্তা কারির জন্য লাগবে)
  7. ১ টিবড় আলু টুকরো করা
  8. ১ বাটি চিড়ে গুঁড়ো
  9. ১ বাটিসর্ষের তেল
  10. ১ টি টমেটো
  11. ২ চা চামচলংকা বাটা
  12. ১ চা চামচআদা বাটা
  13. ৪ টিছোট এলাচ
  14. ১ চা চামচধনে ভেজে গুঁড়ো করে
  15. ফোরনের জন্য
  16. ১ টিতেজপাতা
  17. ১ চা চামচকসুরি মেথি
  18. ১/৪ চা চামচমেথি
  19. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  20. স্বাদ অনুযায়ী লবন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে সিদ্ধ করা পটল ও আলুর খোসা লবন,মেথি, ধনে,ও লঙ্কা দিয়ে পিষে, চিড়া গুড়ো দিয়ে মেখে

  2. 2

    হাত দিয়ে গোল করে চেপে তারপর একটা পাত্রে তেল গরম করে খোসার কোপ্তা গুলো ভেজে রেখে

  3. 3

    এবার তেলে মেথি, তেজপাতা, কসুরি মেথি ফোরন দিয়ে আলুর টুকরো লবন হলুদ দিয়ে ভেজে তারপর একে একে সব মশলা গুলো দিয়ে লবন,চিনি, সামান্য হলুদ দিয়ে কষিয়ে,

  4. 4

    এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর খোসার কোপ্তা গুলো দিয়ে সামান্য ফুটিয়ে তৈরী পটল আলুর খোসার কোপ্তা করি,

  5. 5

    এবার একটা পাত্রে নামিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরী পটল আলুর খোসার কোপ্তা কারি, (লকডাউনে খাবারের রকমারি যখন সম্ভব হয় না তখন ঘরে বসে এই রকম একটা পদ তৈরী করা যেতেই পারে)।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292
আমার রান্না করতে ভালো লাগে
আরও পড়ুন

Similar Recipes