চিকেন মাঞ্চুরিয়ান

Mahbuba Mushtary
Mahbuba Mushtary @cook_15768445
Youtube channel link:

ইন্দো-চাইনিজ রেসিপি হিসেবে চমৎকার একটা খাবার।

চিকেন মাঞ্চুরিয়ান

ইন্দো-চাইনিজ রেসিপি হিসেবে চমৎকার একটা খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. মেরিনেশনের জন্যঃ
  2. ৩৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ সয়া সস
  6. ১ চা চামচ সাদা ভিনেগার
  7. ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ী লবন
  9. ১ টেবিল চামচ ময়দা
  10. ৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  11. ১ টি ডিম
  12. পরিমান মতোভাজার জন্য তেল
  13. রান্নার জন্যঃ
  14. ২ টি মাঝারি সাইজের পেয়াজ (কিউব করে কাটা)
  15. ২ টি মাঝারি সাইজের ক্যাপসিকাম (কিউব করে কাটা)
  16. ২ টেবিল চামচ তেল
  17. ১ চা চামচ আদা বাটা
  18. ১ চা চামচ রসুন বাটা
  19. ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  20. ১ টেবিল চামচ সয়া সস
  21. স্বাদ অনুযায়ী লবন
  22. ১ টেবিল চামচ চিলি সস
  23. ১/৩ কাপ টমেটো কেচাপ
  24. ১ টেবিল চামচ চিনি
  25. ৩ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার হাফ কাপ জলে গোলানো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মেরিনেশনের সব উপকরণ একসাথে মিশিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  2. 2

    ১৫ মিনিট পর মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার রান্নার জন্য পাত্রে তেল দিয়ে প্রথমে আদা বাটা, রসুন বাটা, সয়া সস,ক্যাপ্সিকাম, পিঁয়াজ, চিলি সস, ভিনেগার, লবন দিয়ে ২-৩ মিনিট রান্না করতে হবে।মশলা গুলো যেন পুড়ে না যায় সেজন্য হাল্কা জল মিশিয়ে নিতে পারেন।

  4. 4

    এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে হাল্কা নেড়েচেড়ে চিনি আর অল্প অল্প করে গুলিয়ে রাখা কর্ণফ্লাওয়ার দিয়ে ২-৩ মিনিটের মত রান্না করলেই হয়ে যাবে।

  5. 5

    পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahbuba Mushtary
Mahbuba Mushtary @cook_15768445
Youtube channel link:
https://www.youtube.com/channel/UCj6qZ_nc2HxkQxDCGa6uF4w
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes