নারকেলী পমফ্রেট কারী

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#স্মার্ট কুক

নারকেলী পমফ্রেট কারী

#স্মার্ট কুক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পচিশ মিনিট
দুইজন
  1. 2 টি পমফ্রেট মাছ
  2. 3 টেবিল চামচ নারকেল কোরা
  3. 1 চা চামচ গোটা জিরে
  4. স্বাদমতো লবণ
  5. 2 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 2 টি গোটা শুকনো লঙ্কা
  7. 1 টেবিল চামচ কারি পাতা
  8. 1 টেবিল চামচ পেঁয়াজবাটা
  9. স্বাদমতো চিনি
  10. 2 টি কাঁচা লঙ্কা
  11. 1 চা চামচ গোটা ধনে
  12. 1টা টমেটো কুচি করা
  13. 1/2 টেবিল চামচ তেতুলের ক্কাথ
  14. 3 টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

পচিশ মিনিট
  1. 1

    গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে নিতে হবে।

  2. 2

    নারকেল, ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে বেটে নিতে হবে।

  3. 3

    মাছ নুন, হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে, কড়াইতে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিতে হবে।

  4. 4

    পেঁয়াজ বাটা, নুন,হলুদ গুঁড়ো, চিনি ও টমেটো কুচি দিয়ে নাড়তে হবে।

  5. 5

    ভালো করে নেড়েচেড়ে নারকেলের পেস্ট টা দিতে হবে।

  6. 6

    কাঁচা লঙ্কা, কারি পাতা ও তেঁতুলের ক্বাথ দিতে হবে।

  7. 7

    মিশিয়ে নিয়ে মাছগুলো দিতে হবে, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  8. 8

    গা মাখায ঝোল থাকতে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes