ওয়ানটন চিকেন ও চিলি মেয়োনিজ ডিপ

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#কাবাব ও তেলে ভাজা রেসিপি

ওয়ানটন চিকেন ও চিলি মেয়োনিজ ডিপ

#কাবাব ও তেলে ভাজা রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100 গ্রামচিকেন কিমা
  2. 2 কাপময়দা
  3. 2 টো ডিম
  4. 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি
  5. 1 টেবিল চামচ রসুন কুচি
  6. 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি
  7. 1 চা চামচ সয়া সস
  8. 1 চা চামচ চিলি সস
  9. 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
  10. 1/2 চা চামচ কালো গোল মরিচের গুঁড়ো
  11. 1চিমটে আজিনামোটো
  12. 2 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি
  13. স্বাদমতোনুন
  14. পরিমাণ মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দাতে একটি ডিম দিয়ে ও সামান্য নুন দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। প্রায় 10 মিনিট ধরে মাখার পর ঢাকনা দিয়ে ভালো করে চেপে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর চিকেন কিমা খুব ভালো করে ধুয়ে ওতে পেঁয়াজ কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ পাতা কুচি সাদা গোলমরিচের গুঁড়ো কালো গোল মরিচের গুঁড়ো সয়া সস চিলি সস নুন আজিনামোটো মিশিয়ে একটি পুর করে রাখতে হবে।

  3. 3

    এরপর ময়দা তালকে ছুরি দিয়ে দু ভাগে ভাগ করে কেটে নিতে হবে। প্রথম ভাগ থেকে একটি বড় গোলা করে বেলনার সাহায্যে বেশ বড় করে এবং পাতলা করে বেলে চৌকো করে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। এরকমভাবে দ্বিতীয় তাল টিও ওই ভাবে কেটে পিস করে রাখতে হবে।

  4. 4

    পরপর এরকম করে কেটে ময়দা ছড়িয়ে টুকরোগুলোকে সাজিয়ে রেখে একটি ডিম ফাটিয়ে ওই চৌকো পিস গুলোর দুদিকে আঙ্গুলে করে ডিমের গোলা মাখিয়ে ভিতরে অল্প করে চিকেন পুর ভরে আঙুলের সাহায্যে আড়াআড়ি করে মুড়ে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াইয়ে তেল গরম করে ওয়ানটন চিকেন গুলোকে ডিপ ফ্রাই করে নিয়ে সস বা যে কোন ডিপের সাথে পরিবেশন করতে হবে। আমি এখানে মেয়োনিজ ও চিলি সস মিশিয়ে একটি ডিপ বানিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

মন্তব্যগুলি

Similar Recipes