রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. ২৫০ গ্রাম চাল
  2. ২-৩ টি তেজপাতা
  3. ২-৩ টি ছোট এলাচ
  4. ১/২ ইঞ্চি দারুচিনির কাঠি
  5. ২-৩ টি লবঙ্গ
  6. ২ চা চামচ সাদা জিরে
  7. ২ চা চামচ কাঁচা লঙ্কা
  8. ২ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চাল থেকে ভাত তৈরি করে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিতে হবে।

  3. 3

    তেল গরম হলে ওতে ছোট এলাচ, দারুচিনির কাঠি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিতে হবে এবং ভালো ​করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে সাদা জিরে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে।

  5. 5

    সমস্ত মশলা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ভাত দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ভাত ভেঙে না যায়।

  6. 6

    তৈরি জিরা রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes