প্রণ ফ্রায়েড রাইস (prawn fried rice recipe in Bengali)

Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

প্রণ ফ্রায়েড রাইস (prawn fried rice recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 200 গ্রামবাসমতী চাল
  2. 250 গ্রামবাগদা চিংড়ি
  3. 2 টিগাজর
  4. 1 টিক্যাপ্সিকাম
  5. 50 গ্রামকিসমিস
  6. 1 চা চামচআদা বাঁটা
  7. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1.5 চা চামচলবণ
  9. 2 চা চামচচিনি
  10. 1 চা চামচ ঘি
  11. 4 চা চামচসাদা তেল
  12. 2 টিছোটো এলাচ
  13. 1 টিকাঠি দারচিনি
  14. 4-5 টি লবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বাসমতী চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘণ্টা।এবার লবঙ্গ, এলাচ, দারচিনি ও হাফ চামচ লবণ দিয়ে বাসমতী চাল সেদ্ধ করে নিতে হবে। চাল টিপে দেখতে হবে,ভেঙে তিন টুকরো হয়ে যাবে, সেই সময় গ্যাস অফ করে জল ঝরিয়ে রাখতে হবে ভাত।এবার গাজর ও ক্যাপ্সিকাম কুচি কুচি করে কেটে নিয়ে,কড়াইতে দুই চামচ তেল গরম করে এতে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো তে থাকবে।কিসমিস দিয়ে দিতে হবে,অল্প লবণ দিতে হবে এবং নরম হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে।

  2. 2

    এবার কড়াই তে 2 চামচ তেল দিয়ে এর মধ্যে চিংড়ি গুলো দিয়ে দিতে হবে, লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করতে হবে 2_3 মিনিট। চিংড়ি মাছ থেকে জল বেরোবে এই সময়, এবার আদা বাঁটা টা দিয়ে দিতে হবে এবং জল শুকিয়ে আসা পর্যন্ত নারাচাড়া করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই তে এক চামচ ঘি গরম করে একে একে ভেজে রাখা সব্জি, চিংড়ি মাছ ও তৈরি করে রাখা ভাত টা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে চিনি ও লবণ দিয়ে দিতে হবে।আবার পুরোটা মিশিয়ে 4-5 মিনিট রান্না করলেই রেডি, সুস্বাদু প্রণ ফ্রায়েড রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

মন্তব্যগুলি

Similar Recipes