রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জনের জন্য
  1. 5 পিস রুই মাছ ধুুয়ে রাখা
  2. 50 গ্ৰাম তেল
  3. 200 গ্ৰাম দই
  4. 3 টেবিল চামচ পোস্ত বাটা
  5. 1 টেবিল চামচ হলুদ
  6. 1 টেবিল চামচ চিনি
  7. 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁঁড়ো
  8. 50 গ্রাম সাদা তেল
  9. 1/2 চা চামচ গরম মশলার গুঁঁড়ো
  10. স্বাদ মতো নুন
  11. 1 টা পেঁয়াজ কুচি
  12. 1 টি আলু লম্বা করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলোকে নুন হলুদ মেখে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর ওই মাছ ভাজা তেলের সঙ্গে আবার ও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি গুলো ভালো করে ভেজে আলু দিয়ে লাল করে ভেজে নিতে হবে।এরপর পোস্তবাটা দিয়ে নুন,হলুদ ও লঙ্কার গুঁঁড়ো দিয়ে ভালো করে ভেজে ফেটানো দই দিয়ে একটু নেড়ে অল্প জল দিয়ে ফুটিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    এরপর ভাজা মাছ গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudeshna Chakraborty
Sudeshna Chakraborty @cook_17062761

মন্তব্যগুলি

Similar Recipes