কুমড়ো আলুর ছক্কা

Subhra Chatterjee
Subhra Chatterjee @cook_17310186

#ঐতিহ্যগত বাঙালি রান্না

কুমড়ো আলুর ছক্কা

#ঐতিহ্যগত বাঙালি রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15/20 মিনিট
  1. 500 গ্রামকুমড়ো
  2. 250 গ্রাম আলু
  3. 50গ্রাম ছোলা সেদ্ধ
  4. 1টেবিল চামচ জিরা গুঁড়ো
  5. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  7. 1চা চামচ আদা বাটা
  8. 1 টেবিল চামচধনেপাতা কুচি
  9. স্বাদমত নুন ও চিনি
  10. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

15/20 মিনিট
  1. 1

    কুমড়ো ও আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে

  2. 2

    একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু ও কুমড়ো ভাজতে হবে

  3. 3

    নুন হলুদ দিয়ে লালচে করে ভাজা হলে আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ দুর হওয়া পর্যন্ত ভেঁজে নিতে হবে

  4. 4

    এবার জিরে ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল ভাবে কষিয়ে সেদ্ধ ছোলা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রান্না করতে হবে

  5. 5

    সব শেষে নুন ধেকে নিয়ে চিনি মিশিয়ে নামিয়ে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Chatterjee
Subhra Chatterjee @cook_17310186

মন্তব্যগুলি

Similar Recipes