চিকেন কাটলেট

Megh Bristy Rodhur
Megh Bristy Rodhur @cook_17539153

চিকেন কাটলেট

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পাঁচটা
  1. 1 কাপ খুব ছোট টুকরো করে কেটে নেওয়া বোন লেস চিকেন
  2. 1টা বড় পেঁয়াজ কুচি, ,
  3. 1টা বড় আলু সিদ্ধ
  4. 1/2 গাজর কুচি
  5. 2 চা চামচ কর্নফ্লাওয়ার
  6. 1কাপবিস্কুটের গুঁড়ো
  7. 1/2 চামচভিনিগার
  8. পরিমাণমতোনুন
  9. 1টাশসা কুচি
  10. 1টা বড় পেঁয়াজ বাটা
  11. 2 চা চামচ ,রসুন বাটা
  12. 1/2চা চামচআদা বাটা
  13. 1/2চা চামচ কাঁচা লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন কিমা গুলো তিরিশ মিনিট ভিনিগার দিয়ে মাখিয়ে রাখতে হবে।এরপর অয়েল গরম করে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পরপর ভালো করে নেড়ে চিকেন কিমা দিয়ে নুন, চিনি দিয়ে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, চিকেন টা কষিয়ে নিতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করতে হবে।

  2. 2

    চিকেন টা ঠান্ডা হলে ওর সাথে পেয়াজ কুচি কনফ্লাওয়ার গাজরকুচি আলু সেদ্ধ নুন, সব ভালো করে মেখে নিতে হবে। তারপর কাটলেট আকারে গড়ে, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে নন স্টিক ফ্রাই প্যান এ অল্প অল্প ওয়েল দিয়ে কাটলেট গুলো দিয়ে গ্যাস কমিয়ে এ পিঠ ও পিঠ করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর যেকোন সসের সাথে আর পেঁয়াজ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Megh Bristy Rodhur
Megh Bristy Rodhur @cook_17539153

মন্তব্যগুলি

Similar Recipes