ফুল ভাপা

Sambita Rudra
Sambita Rudra @cook_15700743

#সর্ষে দিয়ে রান্না

ফুল ভাপা

#সর্ষে দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিঃ
৫ জনের জন্য
  1. ৩০-৪০ টা কুমড়োর ফুল
  2. ৩-৪চা চামচ ময়দা
  3. ৩-৪ চা চামচ বেসন
  4. ২চা চামচ চালের গুঁড়ো
  5. স্বাদমতো নুন ও চিনি
  6. ১/২ চা চামচ হিং
  7. ২চা চামচ হলুদ
  8. ২ টো কাঁচা লঙ্কা বাটা
  9. ১চা চামচ আদা বাটা
  10. ২চা চামচ সর্ষে বাটা
  11. ১চা চামচ পোস্ত বাটা
  12. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  13. দরকার মতো তেল ও জল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিঃ
  1. 1

    কুমড়ো ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম।

  2. 2

    এরপর ফুল গুলোকে কুচিয়ে নিলাম।

  3. 3

    এবার তার মধ্যে নুন, হলুদ,কাঁচা লঙ্কা বাটা,অল্প চিনি, হিং,ময়দা, বেসন,চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম।

  4. 4

    এবার কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে বড়া ভেজে নিলাম।

  5. 5

    এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালোজিরে ফোড়ন দিয়ে তাতে সর্ষে,,পোস্ত,কাঁচা লঙ্কা বাটা দিলাম।

  6. 6

    নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো গরম জল দিলাম।

  7. 7

    ভালো করে ফুটিয়ে বড়া গুলো দিয়ে নাড়াচাড়া করে উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sambita Rudra
Sambita Rudra @cook_15700743

মন্তব্যগুলি

Similar Recipes