খিচুড়ি ভোগ(khichuri bhog recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পূজো
যে কোনো পূজোয় ভোগের খিচুড়ির এক অনন্য স্বাদ থাকে। সাধারণ চাল ডালের সাথে হয়তো মিশে থাকে সাত্বিক মনোভাব, নিষ্ঠা,পূজোর পবিত্রতা/মহিমা। তাই স্বল্প উপকরণেও স্বাদে অদ্বিতীয় হয়ে ওঠে। আজ সেই প্রয়াসেই নেমে পড়লাম কোমর বেঁধে।

খিচুড়ি ভোগ(khichuri bhog recipe in Bengali)

#ebook2
#পৌষপার্বন/সরস্বতী পূজো
যে কোনো পূজোয় ভোগের খিচুড়ির এক অনন্য স্বাদ থাকে। সাধারণ চাল ডালের সাথে হয়তো মিশে থাকে সাত্বিক মনোভাব, নিষ্ঠা,পূজোর পবিত্রতা/মহিমা। তাই স্বল্প উপকরণেও স্বাদে অদ্বিতীয় হয়ে ওঠে। আজ সেই প্রয়াসেই নেমে পড়লাম কোমর বেঁধে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ গোবিন্দভোগ চাল
  2. ১কাপ মুগ ডাল
  3. ২ টোআলু
  4. ১ কাপ মটরশুঁটি
  5. ২ টো টমেটো
  6. ১ টা তেজপাতা
  7. ১ টা শুকনো লঙ্কা
  8. ১ চা চামচ পাঁচফোড়ন
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ জিরা গুঁড়ো
  11. ২ চা চামচ আদা বাটা
  12. ১/৪ কাপ নারকেল কোরানো
  13. ১/৪ কাপ ঘি
  14. স্বাদানুযায়ী লবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চাল আর ডাল ভাল করে বেছে নিন।চাল ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিন।কম আঁচে মুগডাল শুকনো কড়াইতে ভেজে নিন যতক্ষণ ডালের রঙ না বদলায়/সুগন্ধ না বেরোয়। এবার ডাল মাত্র একবার জল দিয়ে ধুয়ে নিন।কড়াইতে ঘী দিয়ে চাল টা ভেজে নিন যতক্ষণ চাল টা চকচক না করছে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে, ডুমো করে কাটা আলুতে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিন। টমেটো সাঁতলে নিন।মটরশুঁটি ভেজে তুলে রাখুন। কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে সামান্য ভেজে নিন যতক্ষণ ফোড়ন এর গন্ধ না বেরোয়।

  3. 3

    এবার চাল ডাল কড়াইতে দিয়ে খুব ভাল করে নেড়ে নেড়ে ভাজতে থাকুন।সঙ্গে দিন হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা। দুই মিনিট উল্টে পাল্টে ভেজে টমেটো আলু মটরশুঁটি নারকেল কোড়া লবণ দিয়ে আবার নাডুন দুমিনিট।

  4. 4

    সব্জী চাল ডাল মশলা ভাল করে মিশে গেলে এবার জল ঢেলে দিন কড়াইতে ।চাল ডাল সেদ্ধ হতে দিন।কিছুক্ষণ পর যদি মনেহয় আরেকটু জল লাগবে তাহলে গরম জল দেবেন। আঁচ বন্ধ করার ঠিক আগে একটু বেশী করে ঘী ছড়িয়ে হাতা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখুন। পছন্দ মতো ভাজা/লাবড়া তরকারীর সাথে এই ভোগের খিচুড়ি খুব ই উপাদেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

মন্তব্যগুলি (20)

Similar Recipes