বাঁধাকপির ঘন্ট (bandhakopir ghonto recipe in Bengali)

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

#GA4
#Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বাঁধাকপি বা ক্যাবেজ বেছে নিয়েছি।

বাঁধাকপির ঘন্ট (bandhakopir ghonto recipe in Bengali)

#GA4
#Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বাঁধাকপি বা ক্যাবেজ বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. ১/২ খানা বাঁধাকপি
  2. স্বাদমতোনুন
  3. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ টা তেজপাতা
  5. ১ " টুকরো দারচিনি
  6. ৩-৪ টে লবঙ্গ
  7. ২-৩ টে ছোট এলাচ
  8. ১ চিমটি হিং
  9. ১ চা চামচ আদা বাটা
  10. ২ টো চেরা কাঁচালঙ্কা
  11. ১ টা টমেটো কুচি
  12. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  13. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ১ চা চামচ চিনি
  17. ১ চা চামচ ঘি
  18. ১/২ চা চামচ গোটা জিরে
  19. ২ টো মাঝারি আলু
  20. ১ মুঠো কড়াইশুঁটি
  21. ২ টেবিল চামচ রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    বাঁধাকপি কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    কুচি করে কাটা বাঁধাকপি অল্প জল দিয়ে ভাপিয়ে নিয়ে জল ছেঁকে নিতে হবে।

  4. 4

    কড়াইশুঁটি ১/২ কাপ জলে সেদ্ধ করে নিতে হবে।

  5. 5

    কড়াইতে রিফাইন্ড তেল গরম করে তাতে টুকরো করা আলু দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে।

  6. 6

    এবার ঐ তেলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা জিরে ফোড়ন দিতে হবে।

  7. 7

    আদা বাটা ও হিং দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  8. 8

    এবার চেরা কাঁচালঙ্কা ও টমেটো কুচি দিয়ে টমেটো গলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে।

  9. 9

    এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  10. 10

    মশলা কষা হয়ে গেলে সেদ্ধ বাঁধাকপি, ভাজা আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  11. 11

    নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কম আঁচে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।

  12. 12

    ঢাকা তুলে সেদ্ধ কড়াইশুঁটি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  13. 13

    ভালো করে কয়েক মিনিট ভাজা ভাজা করে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

  14. 14

    গরম গরম রুটি, লুচি, পরোটা, ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

Similar Recipes