বাঁধাকপির ঘন্ট (Bandhakopir ghonto recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#WW
শীতকালীন সবজি থিম থেকে বেছে নিয়েছি বাঁধাকপির ঘন্ট। শীতকালে এই তরকারি র সাথে সাদা গরম ভাত প্রচন্ড সুস্বাদু লাগে।

বাঁধাকপির ঘন্ট (Bandhakopir ghonto recipe in Bengali)

#WW
শীতকালীন সবজি থিম থেকে বেছে নিয়েছি বাঁধাকপির ঘন্ট। শীতকালে এই তরকারি র সাথে সাদা গরম ভাত প্রচন্ড সুস্বাদু লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০/২৫ মিনিট
৪ জন
  1. ১টি ছোট বাঁধাকপি
  2. ২টি মাঝারি আলু
  3. ১/৪ কাপমটর দানা
  4. ২ চা চামচআদা বাটা
  5. ১ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১ চা চামচধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  9. ১ টিতেজপাতা
  10. ১ চা চামচগোটা জিরে
  11. ১টিশুকনো লঙ্কা
  12. ৪ টেবিল চামচসরষে তেল
  13. ১ টেবিল চামচঘি
  14. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

২০/২৫ মিনিট
  1. 1

    বাঁধাকপি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। নুন হলুদ গুঁড়ো মাখিয়ে মাঝারি আঁচে ভাপিয়ে নিতে হবে যাতে করে বাঁধাকপির নিজস্ব কাঁচা গন্ধ কেটে যাবে ও তরকারি নরম হবে ও সুন্দর রং আসবে কড়া তে তেল দিয়ে গরম হলে জিরে শুকনো লঙ্কা, ছোটো এলাচ ও তেজপাতা ফোড়ন দিতে ৩০ সেকেন্ড এর জন্য।

  2. 2

    এরপর আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে ফোড়ন এ ছাড়তে হবে। আঁচ মাঝারি রেখে আলু ২ মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আদা বাটা,গুঁড়ো মসলা ও নুন যোগ করে আরও ১ মিনিট কষিয়ে ভাপানো বাঁধাকপি কড়া তে যোগ করে ২/৩ মিনিট কষিয়ে নিলে মসলা ভালো ভাবে মিশে যাবে।

  3. 3

    এবার মটর দানা যোগ করে আবার ভালো করে মিশিয়ে কম আঁচে ঢেকে রান্না করতে হবে ১৫ মিনিট মতো। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে ও নুনের স্বাদ দেখে নিয়ে ২ চা চামচ ঘি যোগ করে পরিবেশণ করুন গরম গরম সাদা ভাতের সাথে।
    **টিপস্ - ইচ্ছা হলে সামান্য চিনি যোগ করা যেতে পারে। আমি কিন্তু চিনি ব্যাবহার করি নি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes