ছানা আলুর দম (chana aloor dum recipe in Bengali)

স্বর্নাক্ষী চ্যাটার্জী
স্বর্নাক্ষী চ্যাটার্জী @swarnakshi_chef123

ছানা আলুর দম (chana aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
2জনের
  1. 1/2 লিটারদুধ
  2. 4টা মাঝারি আলু(টুকরো করে রাখুন)
  3. 2টা মাঝারি টমেটো (কুচি করা)
  4. 1/2 কাপমটরশুঁটি
  5. 2টেবিল চামচ আদা বাটা
  6. 1চা চামচ দেগি মির্চ
  7. 1চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 2 চিমটিহিং
  10. 2টেবিল চামচ ভিনিগার
  11. স্বাদমতোনুন-চিনি
  12. প্রয়োজন অনুযায়ীতেল/ঘি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    সব উপকরণ এক জায়গায় জড়ো করে রাখুন, দুধ জ্বাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে জল ঝরিয়ে রাখুন।এবার কড়াইয়ে তেল আর ঘি গরম করে আলুর টুকরো গুলো ভেজে রাখুন,

  2. 2

    এবার একটা বাটিতে আদা বাটা, হলুদ গুড়ো, লংকা গুঁড়ো, হিং,টোম্যাটো কুচি আধ কাপ জলে গুলে ঐ তেলে দিন,ফুটলে আলু দিন,আর মটরশুটি দিন, নুন-চিনি স্বাদমতো দিয়ে ভালো করে কষিয়ে নিন

  3. 3

    যখন তেল ছাড়বে তখন ছানা টা দিয়ে ভালো করে মিশিয়ে নিন,গরমমশলা দিয়ে ভালো করে ভেজে অল্প জল দিন, আলু সেদ্ধ হলে পছন্দমত ঝোল রেখে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জী

Similar Recipes