সয়া আচারি বান(Soya Aachari Bun recipe in English)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ChooseToCook
আমি এর জন্য রান্না করি তার কারণ হলো রান্না করলে মন ভাল থাকে. তাছাড়া আমার বাড়ির লোক আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে. আর আমি খাওয়াতে ও ভালোবাসি তাই রান্না করি.

সয়া আচারি বান(Soya Aachari Bun recipe in English)

#ChooseToCook
আমি এর জন্য রান্না করি তার কারণ হলো রান্না করলে মন ভাল থাকে. তাছাড়া আমার বাড়ির লোক আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে. আর আমি খাওয়াতে ও ভালোবাসি তাই রান্না করি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. বান বানানোর উপকরণ:-
  2. 1 কাপময়দা
  3. 1 চা চামচইষ্ট
  4. 1 চা চামচতেল
  5. স্বাদমতোলবণ
  6. পরিমাণ মতজল
  7. আচারি সয়ার উপকরণ:-
  8. 1 ছোট বাটিসয়া চাঙ্ক
  9. 1 টিআগুনে পোড়ানো পাকা টমেটো
  10. 2 টিপাকা লঙ্কা কুচি
  11. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  12. 1 টি মাঝারিপেঁয়াজ স্লাইস করা
  13. 1 টি ছোট পাতিলেবুর রস
  14. 1টেবিল চামচ রোস্টেড গুঁড়ো করা সাদা তিল আর তিসি/বাদাম
  15. 1 চা চামচরোস্টেড গুঁড়ো করা শুকনো লঙ্কা
  16. 1/2 চা চামচরোস্টেড গুঁড়ো করা ধনে- জিরা
  17. 1/2 চা চামচগোটামেথি
  18. 2টেবিল চামচ সরিষার তেল
  19. স্বাদ মতলবণ
  20. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  21. 60-80এম এল এর মত ভাজার জন্য রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    1/4 কাপ জলে ইস্ট গুলিয়ে রাখতে হবে 15 মিনিটের জন্য. 15 মিনিট পরে ময়দার মধ্যে লবণ, গুলে রাখা ইস্ট, তেল আর পরিমাণ মত জল দিয়ে ভালো করে মেখে দু ঘন্টার জন্য এয়ার টাইট পাত্রে ঢেকে রাখতে হবে.

  2. 2

    সয়াবিন সেদ্ধ করে জল চেপে বের করে মাঝ খান দিয়ে দু'টুকরো করে কেটে কড়াইতে রিফাইন তেল গরম করে বাদামি করে ভেজে তুলে নিতে হবে. টমেটো পুড়িয়ে খোসা ছাড়িয়ে কুচি করে রাখতে হবে.এবার এর মধ্যে সরষের তেল, হলুদ আর গোটা মেথি বাদ দিয়ে বাদবাকি উপরের সমস্ত উপকরণ দিয়ে ভাল করে মেখে নিতে হবে. একটি পাত্রে সরষের তেল গরম করে এর মধ্যে মেথি আর হলুদ দিয়ে নেড়েচেড়ে মাখানো সয়াবিনের মধ্যে ঢেলে মিশিয়ে নিতে হবে.

  3. 3

    সামান্য ময়দা দিয়ে মেখে রাখা ময়দা ডো আরেকটু ভালো করে মেখে নিয়ে বড় বড় লেচি করে রাখতে হবে. এবার একটু মোটা করে লুচির থেকে ছোট সাইজের লেচি বেলে উপরের সামান্য তেল দিয়ে বুলিয়ে মাঝখান দিয়ে হালকা করে ভাজ করতে হবে. এইভাবে সবগুলো করে 15 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে.
    বানগুলো নামিয়ে এক একটা বানের মধ্যে সয়াবিনের আচার ঢুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়া আচারি বান.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RAKHI BISWAS

মন্তব্যগুলি

Similar Recipes