ট্রাইকালার সন্দেশ(Tricoloured sondesh recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#rpd
রিপাব্লিক ডে তে আমি এই ট্রাই কালার ছানার সন্দেশ টা বানিয়েছি।

ট্রাইকালার সন্দেশ(Tricoloured sondesh recipe in Bengali)

#rpd
রিপাব্লিক ডে তে আমি এই ট্রাই কালার ছানার সন্দেশ টা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জন
  1. 1 কাপফুল ফ্যাট দুধের ছানা
  2. 1/3 কাপচিনি গুঁড়ো
  3. 2 টেবিল চামচপাওডার দুধ
  4. 1/4 চা চামচছোটো এলাচ গুঁড়ো
  5. পরিমাণ মতকমলা আর সবুজ ফুড কালার
  6. প্রয়োজন অনুযায়ীকিসমিস সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা প্লেটে ছানার সাথে চিনি গুঁড়ো আর ছোট এলাচ গুঁড়ো দিয়ে ভালোকরে মেখে নিতে হবে

  2. 2

    এবার ঐ ছানার মিশ্রন টা একটা ননস্টিক প্যানে দিয়ে গ্যাসে বসিয়ে ওতে পাওডার দুধ দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকতে হবে

  3. 3

    নাড়তে নাড়তে যখন মিশ্রন টা ডো ফর্মে এসে যাবে নামিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিতে হবে

  4. 4

    এবার একটু ঠান্ডা হলে ঐ মিশ্রন থেকে তিনটে সমান ভাগে ভাগ করে নিতে হবে

  5. 5

    এবার একটা ভাগ সাদা রেখে দিয়ে বাকি দুটোর একটাতে সবুজ আর একটাতে কমলা ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে

  6. 6

    এবার প্রত্যেক টা ভাগ থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে তারপর ইচ্ছেমতো শেপ দিয়ে সন্দেশ বানিয়ে নিয়ে ওপরে একটা করে কিশমিশ বসিয়ে দিয়ে কিছুক্ষন ফ্রীজে রেখে তারপর বের করে সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

মন্তব্যগুলি

Similar Recipes