শাকশুকা (ভারতীয় স্টাইল)

Poni Ghosh
Poni Ghosh @cook_6053723

#এগ রেসিপি

শাকশুকা (ভারতীয় স্টাইল)

#এগ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২ জনের জন্য
  1. ৪টি ডিম
  2. ১ টা বড় স্প্রিং অনিয়ন / পিঁয়াজ পাতা কুচানো
  3. ২টি মাঝারি সাইজের টমেটো কুচানো
  4. ১ কাপসবুজ ক্যাপসিকাম কুচানো
  5. ১ টেবিল চামচআদা রসুন বাটা
  6. ১ টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো
  7. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  9. ১/৪ চা চামচ হলুদ
  10. ১ চা চামচধনে গুঁড়ো
  11. স্বাদমতো নুন
  12. ২চা চামচ ধনেপাতা কুচানো
  13. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করতে হবে তারপর পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলি কুচি দিতে হবে।

  2. 2

    পেঁয়াজ একটু গোলাপি রং হয়ে গেলে আদা রসুন পেস্ট দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে।

  3. 3

    একটা ভালো গন্ধ বেরবে তারপরে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে

  4. 4

    মশলা কষা হয়ে গেলে ধীরে ধীরে সমস্ত গুঁড়ো মশলা দিতে হবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং পরিমাণমতো নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    ততক্ষণ পর্যন্ত ছাড়া করতে হবে যতক্ষণ না মশালা থেকে তেল আলাদা হয়ে যায়। প্রয়োজনে সামান্য জল দেবে।

  6. 6

    এবার ওই মাখানো মশলার মাঝে চারটে বা তিনটে করে একটু একটু গর্ত করতে হবে এবং তার মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে ওখানে ফেলতে হবে।

  7. 7

    চাপা দিয়ে আঁচ কম করে ভালো করে ডাকতে হবে যতক্ষণ না ডিম গুলো ভালো করে সেদ্ধ হয়

  8. 8

    নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poni Ghosh
Poni Ghosh @cook_6053723

মন্তব্যগুলি

Similar Recipes