আচারি ভুনা খিচুরি

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

#Eid ঈদ আসলে আমার পরিবার এ ভুনা খিচুরি আইটেম থাকতে হবেই,,ঈদ ছারা ও প্রায় রান্না করা হয় আর আচরি ভুনা খিচুরি ফাস্ট টাইম রান্না করে এতই মজা পেয়েছি তাই সবার সাথে শেয়ার করলাম।লাজ্ঞ অথবা ডিনারে।

আচারি ভুনা খিচুরি

#Eid ঈদ আসলে আমার পরিবার এ ভুনা খিচুরি আইটেম থাকতে হবেই,,ঈদ ছারা ও প্রায় রান্না করা হয় আর আচরি ভুনা খিচুরি ফাস্ট টাইম রান্না করে এতই মজা পেয়েছি তাই সবার সাথে শেয়ার করলাম।লাজ্ঞ অথবা ডিনারে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কেজিপোলাউ চাল
  2. দের কাপ মুসুরির ডাল
  3. হলুদ গুরা
  4. মরিচ গুরা
  5. আসারসুন বাটা
  6. ধনেজিরা গুরা
  7. পেয়াজ কুচি
  8. কাচামরিচ আস্ত
  9. 2 টেবিল চামচতেল সহ আচার
  10. এলাচ,দারচিনি,তেজপাতা
  11. তেল
  12. তেহারি মসলা আধা পেকেট
  13. পানি
  14. লবন

রান্নার নির্দেশ

  1. 1

    চাল ও ডাল কিছুক্ষন ভিজিয়ে রাখব

  2. 2

    একসাথে মিশিয়ে ধুয়ে নিব

  3. 3

    হারিতে তেল গরম করে এলাচ,দারচিনি,তেজপাতা দিয়ে পেয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়ে সব গুরা মসলাও বাটা মসলা একটু পানি এড করে কষিয়ে চাল ডাল.লবন,কাচামরিচ,পেকেট মসলা তেল সহ আচার দিয়ে নেরেচেরে ফুটন্ত গরম পানি দিব চাল এর থেকে আধা আঙ্গুল এর মত উপরে

    আপনি চাইলে আচার বাদ দিয়ে করতে পারেন.তা ভুনা খিচুরি

  4. 4

    এবার ঢাকনা দিয়ে বলক উঠিয়ে নিব

  5. 5

    ঢাকনা সরিয়ে নেরেচেরে মিলিয়ে দিব

  6. 6

    ঢাকনা লাগিয়ে দম দিয়ে চাল ডাল সিদ্ধ করে নিব

  7. 7

    মাঝে মাঝে ওপর নিচ উল্টিয়ে নেরেচেরে দিব।

  8. 8

    হয়ে আসলে নামিয়ে ডিস এ তুলে ধনেপাতা ছরিয়ে দিব।

  9. 9

    বিফ ভুনা বা মুরগির মাংস দিয়ে পরিবেশন করলে দারুন মজা।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes