পুরভরা টমেটো

Priyesha Ghosh Das
Priyesha Ghosh Das @cook_17862540

#সুস্বাদুকিচেন
#মাইমিস্ট্রিবক্স

পুরভরা টমেটো

#সুস্বাদুকিচেন
#মাইমিস্ট্রিবক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৩ টে টমেটো
  2. ১ টা কাতলা মাছ
  3. ১ টা পেঁয়াজ
  4. ১ ইঞ্চি আদা
  5. ৩ কোয়া রসুন
  6. স্বাদমতো নুন
  7. ১/৪চা চামচ হলুদ
  8. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২চা চামচ জিরা গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/৩ চা চামচ চিনি
  12. ১/৪চা চামচ গরম মসলা
  13. ৪ চা চামচ সর্ষের তেল
  14. ১ টেবিল চামচ ঘি
  15. ১ কিউব চিজ
  16. ১/২ কাপ ক‍্যাপসিকাম কুচি
  17. ১/৩ কাপ চিনেবাদাম
  18. ১/২ চা চামচ জিরে ফোঁড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে টমেটোগুলোর মাথা কেটে নিতে ভিতরের শাস সব ভালো করে বের করে নিতে হবে।

  2. 2

    কাতলা মাছে নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর ভালো করে কাটা আর ছাল ছাড়িয়ে নিতে হবে। এবার মাছটাকে ভালো করে চটকে নিতে হবে।

  3. 3

    প‍্যানে অল্প সর্ষের তেল দিয়ে তেল গরম হলে জিরে ফোঁড়ন দিতে হবে। এবার পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। এরপর ক‍্যাপসিকাম কুচি,ভাজা চনেবাদাম একটু গুড়ো করে দিতে হবে। কাচালঙ্কা কুচি, স্বাদমোতো নুন, চিনি, সামান‍্য হলুদ, লঙ্কা গুর, অল্প জিরে গুঁড়ও,ধনে গুঁড়ো দিয়ে খুব সামান‍্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে চটকানো মাছটা দিয়ে অল্প নাড়াচাড়া করে একটু গরম মসলা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর পুর।

  4. 4

    এবার টমেটো মধ‍্যে আগে অল্প চীজ ভরে তারপর মাছের পুরটা ভরে একেবারে ওপরে আরো একটু চিজ ছড়িয়ে কড়াইতে অল্প ঘি দিয়ে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি পুরভরা টমেটো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyesha Ghosh Das
Priyesha Ghosh Das @cook_17862540
Cooking is my love and passionhttps://www.youtube.com/channel/UCh8D5bRegxrbBW3Kk5kh1pQ
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes