গার্লিক রাইস উইথ আফগানি মাটন (উইদাউট গ্রেভি)

স্বপ্নাদর্শী পম্পি
স্বপ্নাদর্শী পম্পি @cook_17348560

#পঞ্চবটি
#ফিউশন এটি আফগান ও চাইনিজ রান্নার সংমিশ্রণ

গার্লিক রাইস উইথ আফগানি মাটন (উইদাউট গ্রেভি)

#পঞ্চবটি
#ফিউশন এটি আফগান ও চাইনিজ রান্নার সংমিশ্রণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে চার ঘণ্টা
দুই জনের
  1. 300গ্রামগার্লিক রাইস এর জন্যে বাসমতি চালের ভাত
  2. 1টেবিল চামচ মিহি করে রসুন কুচানো
  3. 5টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচানো
  4. 1 চামচগোলমরিচের গুঁড়ো
  5. 3টেবিল চামচ ঘি
  6. 2 চামচচিনি
  7. স্বাদ মতোনুন
  8. 300 গ্রামমাটন আফগানি মাটন এর জন্যে
  9. 1টেবিল চামচ আদা বাটা
  10. টেবিল চামচ রসুন বাটা
  11. টেবিল চামচ পেঁয়াজ বাটা
  12. প্রয়োজন মতোসাদা তেল
  13. স্বাদ মতোনুন
  14. পেস্ট বানানোর জন্যে
  15. 2 টো বড়ো পেঁয়াজ
  16. 1টা রসুন
  17. 8/10টা কাঁচা লঙ্কা বাটা
  18. 100 গ্রামধনে পাতা
  19. 100 গ্রামদই
  20. পরিমান মতোমিল্ক ক্রীম
  21. 1টেবিল চামচ চাট মশলা
  22. 1টেবিল চামচ গরম মশলা
  23. 1চা চামচগোল মরিচের গুঁড়ো
  24. 1চা চামচকসুরি মেথি
  25. স্বাদ মতো নুন
  26. 2টেবিল চামচ লেবুর রস
  27. 3টেবিল চামচ তেল
  28. 2টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে চার ঘণ্টা
  1. 1

    কড়াইতে ঘি ও সাদা তেল গরম করে তাতে আগে রসুন দিয়ে একটু নেড়েচেড়ে তার পর পেঁয়াজ পাতা কুচি গোল মরিচ এর গুঁড়ো দিয়ে একটু ভেজে তাতে ভাত গুলো দিয়েছি এর পর স্বাদ মতো নুন ও চিনি দিয়ে একটু ভেজে নিয়েছি

  2. 2

    মাটন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নুন ও দু চামচ তেল দিয়ে মেখে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিয়েছি... তিন ঘণ্টা পর প্রেসার কুকারে আধা কাপ জল দিয়ে 8/10 টা সিটি দিয়ে 90% সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কুকারের বাকি জল টুকু শুকিয়ে মাটন ঠান্ডা হতে দিয়েছি।

  3. 3

    এবার মিক্সিতে বাকি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা পেস্ট করে একটা বোলে ঢেলে নিয়েছি তার পর দই ও মিল্ক ক্রীম একসাথে একটু বিট করে ওই পেস্টের সাথে মিলিয়ে নিয়ে তাতে একে একে কিছুটা সাদা তেল গোল মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লেবুর রস কসুরি মেথি নুন চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ।

  4. 4

    এবার এই পেস্টে মাটন দিয়ে আবার এক ঘণ্টা রেখে দিয়েছি। এক ঘণ্টা পর কড়া তে 2 টেবিল চামচ ঘি ও 3 টেবিল চামচ সাদা তেল গরম করে মাটন গুলোর গায়ের মশলা সমেত কম আছে গাঢ় বাদামি করে ভেজে নিয়ে গার্লিক রাইস এর সাথে একটু টস করে নিয়েছি। এভাবে আমি আমার ফিউশন রেসিপি "গার্লিক রাইস উইথ আফগানি মাটন উইদাউট গ্রেভি বানিয়েছি"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
স্বপ্নাদর্শী পম্পি

মন্তব্যগুলি

Similar Recipes