বাহারি সব্জি পনির (bahari sabji paneer recipe in Bengali)

Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

#পনির/মাশরুম রেসিপি

বাহারি সব্জি পনির (bahari sabji paneer recipe in Bengali)

#পনির/মাশরুম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০ গ্রাম পনির, কিউব করে কাটা
  2. ১ টেবিল চামচ করে আলু, গাজর, ক্যাপ্সিকাম চৌক করে কাটা
  3. ১ টেবিল চামচ সিম ও বরবটি টুকরো করে কাটা
  4. ১ টেবিল চামচ ভেজানো ছোলা ও চিনা বাদাম(খোসা ছাড়ানো)
  5. ১/২ চা চামচ করে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,আদা গুঁড়ো, ও ধনে গুঁড়ো
  6. ১ টাগোটা শুকনো লঙ্কা ও তেজপাতা
  7. ১চা চামচকসুরি মেথি
  8. ১ টেবিল চামচ সেদ্ধ পেঁয়াজ বাঁটা ও ১/২ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাঁটা
  9. স্বাদমতোনুন ও চিনি
  10. পরিমান মতগোটা গরম মশলা ও গরম মশলা গুঁড়ো
  11. সাদা তেল
  12. ১ টেবিল চামচ খোয়া ক্ষীর(গ্রেট করা)
  13. ১ টেবিল চামচ কাজু, চারমগজ ও পোস্ত এক সাথে দুধ দিয়ে বাঁটা
  14. ১ টা মাঝারি টমেটো কুচি করা
  15. ১/২ চা চামচ সাদা মরিচ ক্রাশ করা
  16. পরিমান মত দুধ
  17. ১ টেবিল চামচকিসমিস
  18. ১/২ টেবিল চামচ মাখন
  19. পরিমান মতোধনে পাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াই তে পরিমান মত সাদা তেল দিয়ে, পনির ও সমস্ত সব্জি গুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    তেল পরিবর্তন করে আবার ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও কিসমিস ফোঁড়ন দিতে হবে। এবার গোটা গরম মশলা ও টমেটো কুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিয়ে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি ও শুকনো লঙ্কা গুঁড়োর জলে গোলা মিশ্রণ কড়াইতে ঢেলে দিয়ে সমস্ত ভাজা সব্জি গুলো একে একে দিয়ে, ক্যাপ্সিকাম কুচি, ছোলা, পরিমান মত নুন, স্বাদ অনুযায়ী চিনি ও অল্প জল দিয়ে সব্জি গুলো সাঁতলে নিতে হবে।

  3. 3

    এবার দুধে বাঁটা কাজুর মিশ্রণ দিয়ে চিনা বাদাম ও খোয়া ক্ষীর গ্রেট করে দিতে হবে। সাদা মরিচ দিয়ে ভাল করে নাড়াচাড়া করে পরিমান মত দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। ১/২ চা চামচ কসৌরি মেথি, সামান্য গরম মশলা গুঁড়ো সব্জিতে দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    উপরে মাখন ও ধনে পাতা কুচি ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করা হল "বাহারি সব্জি পনির"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Banerjee
Sukla Banerjee @sukla_banerjee

মন্তব্যগুলি

Similar Recipes