গন্ধরাজ ভেটকি (gandharaj bhetki recipe in Bengali)

Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

গন্ধরাজ ভেটকি (gandharaj bhetki recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৩ জনের জন্য
  1. ৩ টুকরো ভেটকি মাছ
  2. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো (মাছে মাখানোর জন্য) + ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো (গ্ৰেভির জন্য)
  3. ১/২ চা চামচ নুন (মাছে মাখানোর জন্য) + স্বাদমতো নুন (গ্ৰেভির জন্য)
  4. ১.৫ টেবিল চামচ সর্ষের তেল
  5. ২ চা চামচ মাখন
  6. ২ টেবিল চামচ টকদই
  7. ১ টা গন্ধরাজ লেবুর গ্ৰেট করে রাখা খোসা
  8. ১ টা গন্ধরাজ লেবুর রস
  9. ১ চা চামচ সর্ষে
  10. ১/২ ইঞ্চি লম্বা এক টুকরো আদা
  11. ১ টা কাঁচালঙ্কা (বাটার জন্য)
  12. ২ টো চেরা কাঁচালঙ্কা
  13. ১/২ চা চামচ চিনি
  14. ১/২ চা চামচ থেঁতো করা রসুন
  15. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    মাছ গুলো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে সরষের তেলে হালকা বাদামী করে ভেজে তুলে নিলাম

  2. 2

    সরষে, আদা ও কাঁচালঙ্কা সামান্য একটু নুন মিশিয়ে ভালো করে বেটে নিলাম

  3. 3

    টকদই-এর সাথে হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম

  4. 4

    মাছ ভাজার তেল থেকে ২ চা চামচ তেল রেখে বাকিটা সরিয়ে নিলাম এবং ঐ ২ চা চামচ তেল গরম করে তেজপাতা ফোরন দিলাম

  5. 5

    এবার সরষের মিশ্রণটা ঢেলে দিলাম

  6. 6

    একটু নেড়েচেড়ে টকদই-এর মিশ্রণটা ঢেলে দিলাম

  7. 7

    সাথে সাথেই গ্ৰেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা এবং চিনিটা দিয়ে দিলাম ও বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম

  8. 8

    এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম

  9. 9

    ঝোল ফুটে উঠলে মাছ গুলো ছেড়ে দিলাম

  10. 10

    বেশ কিছুক্ষণ মাছগুলো ফুটিয়ে নেবার পরে একটা আলাদা প্যানে মাখনটা গরম করে থেঁতো করা রসুন ও চেরা কাঁচালঙ্কা দিয়ে নেড়ে নিলাম এবং রসুনটা বাদামী রঙের হয়ে এলে মাখন সমেত মিশ্রণটা মাছের গ্ৰেভিতে ঢেলে মিশিয়ে নিলাম

  11. 11

    এবার দুধটা ঢেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম

  12. 12

    ইতিমধ্যে মাছ গুলো বেশ নরম হয়ে যাবে। তাই মাছগুলো যাতে খুব বেশি নরম হয়ে ভেঙে না যায় তার জন্য গ্ৰেভি থেকে মাছ গুলো তুলে নিলাম এবং গন্ধরাজ লেবুর রসটা গ্ৰেভিতে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম

  13. 13

    সবশেষে মাছগুলো আবার গ্ৰেভিতে ছেড়ে একবার গ্ৰেভিটা ফুটে উঠলেই আঁচ বন্ধ করে দিলাম এবং ঢাকা চাপিয়ে ২-৩ মিনিট রেখে দিলাম যাতে লেবুর গন্ধ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়

  14. 14

    এবার গন্ধরাজ ভেটকি পরিবেশন করার জন্য একদম তৈরী। গরম ভাতের সাথে এইরকম একটা মাছের পদ থাকলে আর সম্ভবত কোনো কিছুরই দরকার পড়বে না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

মন্তব্যগুলি

Similar Recipes