চিংড়ি মাছের বিনুনি কচুরি(chingri macher binuni kachuri recipe in Bengali)

Bhowmik Kamalika
Bhowmik Kamalika @cook_13469604
Hyderabad

#ময়দা রেসিপি
নানা ধরণের কচুরি আমরা অনেকে খেয়ে থাকি আজকে সেরকমই একটি নতুনত্ব কচুড়ির রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে।

চিংড়ি মাছের বিনুনি কচুরি(chingri macher binuni kachuri recipe in Bengali)

#ময়দা রেসিপি
নানা ধরণের কচুরি আমরা অনেকে খেয়ে থাকি আজকে সেরকমই একটি নতুনত্ব কচুড়ির রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

দেড় ঘন্টা
4জন
  1. 1 কাপময়দা
  2. 1 টেবিল চামচ সুজি
  3. 2টেবিল চামচ সাদাতেল
  4. 1/4চা চামচ কালোজিরা(অর্ধেক ময়দা মাখার সময় এবং বাকিটা ফরণের জন্য
  5. 150 গ্রামচিংড়ি মাছ
  6. 1/2 কাপছোলার ডাল
  7. 8 কোয়া রসুন
  8. 2 টি কাঁচালঙ্কা(যে যেরকম ঝাল খায় সেইমতো দিতে পারেন)
  9. স্বাদমতো নুন
  10. পরিমাণমতো জল ময়দা মাখার জন্য
  11. 1.5 কাপ সাদাতেল (ভাজার জন্য)
  12. 1চা চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

দেড় ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে ছোলার ডাল ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    অন্যদিকে চিংড়ি মাছ গুলোর মাথা ও খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে

  3. 3

    আধা ঘন্টা পর একটি মিক্সিং যারে খোসা ছাড়ানো দিয়ে রাখা চিংড়ি মাছ, জলে ভেজানো ছোলার ডাল,রসুন কোয়া,কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে।প্রয়োজনে 1 থেকে 2 চামচ জল দেওয়া যাবে

  4. 4

    বাটা টি এরকম মিহি হবে,কোনো রকম কোনো দানা ভাব থাকবে না

  5. 5

    এরপর একটি ফ্রাইং প্যানে 1 চা চামচ সরষের তেল দিয়ে তাতে একে একে কালোজিরা ও রসুন কুচি ফোড়ন দিয়ে দিতে হবে

  6. 6

    রসুন হালকা ভাজা হয়ে গেলে যেতে রাখা চিংড়ি মাছের মিশ্রণটি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।যাতে মিশ্রণটি তে একটুও জল না থাকে।

  7. 7

    ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে

  8. 8

    অন্যদিকে একটি বাটিতে ময়দা কালোজিরা ও সাদা তেল একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  9. 9

    তারপর তাতে সুজি দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।

  10. 10

    এবার সব কিছু ভালোকরে মিশিয়ে ময়দাতে ময়ান ঠিক হয়েছে কিনা দেখার জন্য অল্প ময়দা নিয়ে হাত মুঠো করে যদি ময়দা দোলা পাকিয়ে আসে তাহলে বুঝতে হবে ময়ান একদম ঠিক হয়েছে।

  11. 11

    এবার পরিমাণমতো জল দিগে একটি নরম ডো মেখে নিয়ে আধাঘন্টা ঢেকে রেখে দিতে হবে

  12. 12

    আধাঘন্টা পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে সমান আঁকারের লুচির মতো বেলে নিতে হবে

  13. 13

    এবার একটি লুচির মাঝ খানে পুর ভালো করে ছড়িয়ে দিতে হবে

  14. 14

    তারপর অন্য একটি লুচি দিয়ে ঢেকে চারপাশ ভালো করে চেপে নিতে হবে

  15. 15

    আমরা পুলি পিঠা বানানোর সময় যেমন বিনুনি মতো করি সেরকম এই লুচির চারিপাশে করতে হবে

  16. 16

    কচুরি দেখতে এরকম হবে

  17. 17

    এবার সব কটি লুচি এভাবে তৈরি করে নিয়ে কড়াইতে সাদাতেল গরম করে লুচি গুলো ভেজে নিতে হবে

  18. 18

    এভাবে সব কটি কচুরি ভাজা হয়ে গেলে নিজের পছন্দমতো সবজি বা আচার এর সাথে গরম গরম পরিবেশন করুন এই চিংড়ি মাছের বিনুনি কচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhowmik Kamalika
Bhowmik Kamalika @cook_13469604
Hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes