নিরামিষ পনির ভাপা (Paneer Bhapa Recipe in Bangla)

Shiuli Sabnam
Shiuli Sabnam @cook_17347914
London

#সর্ষে/পোস্ত দানা

নিরামিষ পনির ভাপা (Paneer Bhapa Recipe in Bangla)

#সর্ষে/পোস্ত দানা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ২৫০ গ্রাম পনির
  2. ২ টেবিল চামচ সর্ষে সাদা আর কালো মিশিয়ে
  3. ২ টেবিল চামচ পোস্ত
  4. ৩ টেবিল চামচ কোরানো নারকেল
  5. ১৫ টা কাজু
  6. ৩ টি কাঁচা লঙ্কা
  7. ১.৫ টেবিল চামচ সর্ষের তেল
  8. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ চিনি
  10. স্বাদ মতো লবন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কাজু গুলোকে এক ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয় আর বাটতে সুবিধে হয়।

  2. 2

    পনির গুলোকে ছোট করে টুকরো করে নিন।

  3. 3

    এবার এইটা গ্রাইন্ডার জারে সর্ষে, পোস্ত, নারকেল, কাজু, একটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিতে হবে।
    ★কাঁচা লঙ্কা আর নুন দেয়ার ফলে সর্ষে টা তেতো লাগবে না।

  4. 4

    এখন একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিন টুকরো করা পনির, সব বাটা মশলা, হলুদ গুঁড়ো, চিনি, ১ টেবিল চামচ সর্ষের তেল । তারপর ভালো করে মিশিয়ে নিন।

  5. 5

    ওপর থেকে ১ চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিন আর সেই সাথে দুটো কাঁচা লঙ্কা। ঢাকনা ঢাকিয়ে দিন। এখন ভাপ দেয়ার জন্য রেডি।

  6. 6

    একটা হাড়িতে জল গরম বসান। জলের পরিমান টা এমন হবে যেন টিফিন বাটির অর্ধেকটা ডুবে থাকে, বেশি হলে কিন্তু টিফিন বাটির মধ্যে জল ঢুকে যাবে।

  7. 7

    জল গরম হলে সাবধানে টিফিন বাটি বসিয়ে ৩০ মিনিট একদম কম আঁচে ভাপিয়ে নিন।

  8. 8

    টিফিন বাটি রেখে দিন আরও ৩০ মিনিট ঠান্ডা হওয়ার জন্য। আর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shiuli Sabnam
Shiuli Sabnam @cook_17347914
London

মন্তব্যগুলি

Similar Recipes