গ্রীন কচুরি

SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

#ইন্ডিয়া গ্রীন কচুরির প্রধান উপকরন পালংশাক, মটরশুঁটি ও ময়দা ।এই কচুরি স্বাস্থ্য কর, সুস্বাদু এবং দেখতেও আকর্ষণীয় ।

গ্রীন কচুরি

#ইন্ডিয়া গ্রীন কচুরির প্রধান উপকরন পালংশাক, মটরশুঁটি ও ময়দা ।এই কচুরি স্বাস্থ্য কর, সুস্বাদু এবং দেখতেও আকর্ষণীয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০গ্রামময়দা
  2. ১ টেবিল চামচবেসন
  3. ৪ টেবিল চামচময়ানে র জন্য তেল
  4. স্বাদমত নুন
  5. পুরের উপকরন:
  6. ২কাপসেদ্ধ মটরশুঁটি
  7. ১চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. ১টেবিল চামচআদা বাটা
  9. ১চা চামচজিরা গুঁড়ো
  10. ১/৪চা চামচজিরা ভাজা
  11. ১/৪চা চামচগরম মশলা গুঁড়ো
  12. ১চিমটিকালোজিরা
  13. ১চিমটিহিং
  14. ১চা চামচচিনি
  15. স্বাদমতনুন
  16. ২০০মিলিভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মটরশুঁটি সেদ্ধ করে মিক্সিতে পেষ্ট করে নিতে হবে ।

  2. 2

    ময়দা, বেসন, স্বাদমত নুন ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পালংশাকের পেষ্ট ও পরিমান মত জল দিয়ে ময়দা ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে ।

  3. 3

    পুর তৈরী করার জন্য কড়াইতে তেল দিয়ে কালোজিরা, হিং ফোড়ন দিয়ে আদাবাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ১ মিনিট ভেজে তাতে মটরশুঁটির পেষ্ট, জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে ঠান্ডা করে নিতে হবে ।

  4. 4

    কচুরির জন্য লেচি কেটে তাতে পরিমান মত পুর দিতে হবে । তেল দিয়ে কচুরি বেলে নিতে হবে ।

  5. 5

    কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কচুরি ভেজে তুলে নিতে হবে। গরম গরম ইচ্ছে মত তরকারি বা ডালের সাথে পরিবেশন করুন গ্রীন কচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

মন্তব্যগুলি

Similar Recipes